2023 সরস্বতী পুজো সময়সূচী এবং দেবী সরস্বতীর সকল মন্ত্র

Saraswati Puja Date & Time of 2023 and All The Mantras of Devi Saraswati

বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পুজো। আজ আপনারা  জানবেন 2023 সালের সরস্বতী পুজোর তারিখ এবং নির্ভুল র্নিঘন্ট তার সঙ্গে সঙ্গে জানবেন সরস্বতী পুজোর সকল মন্ত্র।


সরস্বতী পুজোর তারিখ ও নির্ভুল পুজোর সময়সূচী :


2023 সালের সরস্বতী পুজোর তারিখ : 26 জানুয়ারি;2023.

বার : বৃহস্পতিবার।


পঞ্চমী তিথি শুরু  – 25 জানুয়ারি 2023,12:34  PM.

পঞ্চমী তিথি শেষ – 26 জানুয়ারি, 2023,10:28 AM.


( 2023 সালের সকল পুজোর তারিখ – উৎসব ক‍্যালেন্ডার )


সরস্বতী পুজোর সকল মন্ত্র


সরস্বতীর প্রণাম মন্ত্র // Saraswati Pranam Mantra in Bengali


নমো সরস্বতী মহাভাগে

বিদ্যে কমললোচনে,

বিশ্বরূপে বিশালাক্ষ্মী

বিদ্যাংদেহী নমোহস্তুতে।


জয়জয় দেবী চরাচর সারে

কুচযুগশোভিত মুক্তাহারে,

বীনারঞ্জিত পুস্তক হস্তে

ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।


সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র // Saraswati Pushpanjali Mantra


ওঁ জয়জয় দেবী চরাচর সারে

কুচযুগশোভিত মুক্তাহারে,

বীনারঞ্জিত পুস্তক হস্তে

ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।


নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং

সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।

এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।


সরস্বতীর গায়েত্রী মন্ত্র // Saraswati Gayetri Mantra


বাগ্‌দেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি।

তন্নো দেবী প্রচোদয়াৎ।।


সরস্বতীর স্তব মন্ত্র // Saraswati Stavan Mantra


শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা

শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা

শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। 

শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা। 

বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ

পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা

স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। 

যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *