বাংলা ১৪৩১ সালের পূর্ণিমার তালিকা

হিন্দু শাস্ত্রে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পূর্ণিমা তিথিতেই বিভিন্ন প্রকারের পুজো পার্বণ হয়ে থাকে এবং ভক্তরা ব‍্রত পালন কবে পূণ্য লাভ করে। বছরের প্রতি মাসেই একটি করে অমাবস‍্যা তিথি এবং একটি করে পূর্ণিমা আসে। এই অমাবস‍্যা তিথি পরে প্রতি মাসের কৃষ্ণ পক্ষে এবং পূর্ণিমা তিথি পরে শুক্ল পক্ষে। প্রতিটি ব‍্যক্তিরই এই পূর্ণিমা তিথির তারিখ এবং সময়সূচী জেনে রাখা প্রয়োজন। আজ আপনারা এই লেখায় বাংলা ১৪৩১ সালের পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ তালিকা পাবেন। আপনারা জানবেন এই বছর পূর্ণিমা তিথি কবে পড়েছে, কখন এই তিথি শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে প্রভৃতি বিভিন্ন খুঁটিনাটি বিষয়।

মাস পূর্ণিমার নামপূর্ণিমার নিশিপূর্ণিমার উপবাস পূর্ণিমা তিথি আরম্ভপূর্ণিমা তিথি শেষ
বৈশাখ চৈত্রী১০ই বৈশাখ,
মঙ্গলবার
১০ই বৈশাখ,
মঙ্গলবার
৯ই বৈশাখ, সোমবার, রাত্রি
ঘ ২।৫৬
১০ই বৈশাখ, মঙ্গলবার, শেষরাত্রি ঘ ৪।৩২
জৈষ্ঠ্যবৈশাখী, বুদ্ধ ও মাধবী৮ই জ্যৈষ্ঠ,
বুধবার
৯ই জ্যৈষ্ঠ,
বৃহস্পতিবার
৮ই জ্যৈষ্ঠ, বুধবার, সন্ধ্যা
ঘ ৬।৪
৯ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, সন্ধ্যা
ঘ ৬।৪৮
আষাঢ় জ্যৈষ্ঠী৬ই আষাঢ়,
শুক্রবার
৭ই আষাঢ়,
শনিবার
৬ই আষাঢ়, শুক্রবার, দিবা
ঘ ৬।৫০
৭ই আষাঢ়, শনিবার, দিবাগ
ঘ ৬।৩৩
শ্রাবণআষাঢ়ী ও গুরু৪ঠা শ্রাবণ,
শনিবার
৫ই শ্রাবণ ,
রবিবার
৪ঠা শ্রাবণ, শনিবার, সন্ধ্যা
ঘ ৬।৪০
৫ই শ্রাবণ, রবিবার, অপরাহ্ণ
ঘ ৪।১৬
ভাদ্রশ্রাবণী, রাখী, সৌভাগা, ও ঝুলন২রা ভাদ্র,
সোমবার
২রা ভাদ্র,
সোমবার
১লা ভাদ্র, রবিবার, রাত্রি
ঘ ২।৩৭
২রা ভাদ্র, সোমবার, রাত্রি
ঘ ১২।৪৪
ভাদ্রভাদ্রী৩১শে ভাদ্র,
মঙ্গলবার
১লা আশ্বিন,
বুধবার
৩১শে ভাদ্র, মঙ্গলবার, দিবা
ঘ ১১।৫
১লা আশ্বিন, বুধবার,
দিবা
ঘ ৮।৪৮
আশ্বিন আশ্বিনী, কৌমুদী, কোজাগরী২৯শে আশ্বিন,
বুধবার
৩০শে আশ্বিন, বৃহস্পতিবার২৯শে আশ্বিন, বুধবার, রাত্রি
ঘ ৭।৪৪
৩০শে আশ্বিন, বৃহস্পতিবার, সন্ধ্যা
ঘ ৫।১৯
কার্ত্তিকরাস, কার্ত্তিকী, পট২৯শে কার্ত্তিক,
শুক্রবার
২৯শে কার্তিক,
শুক্রবার
২৮শে কার্ত্তিক, বৃহস্পতিবার, শেষরাত্রি
ঘ ৫।১৫
২৯শে কার্ত্তিক, শুক্রবার, রাত্রি
ঘ ৩।৪
অগ্রহায়ণমার্গী২৮শে অগ্রহায়ণ,
শনিবার
২৯শে অগ্রহায়ণ,
রবিবার
২৮শে অগ্রহায়ণ, শনিবার, অপরাহ্ণ
ঘ ৪।১৫
২৯শে অগ্রহায়ণ, রবিবার, দিবা
ঘ ২।৩৬
পৌষপৌষী ও ধান্য২৮শে পৌষ,
সোমবার
২৮শে পৌষ,
সোমবার
২৭শে পৌষ, রবিবার, শেষরাত্রি
ঘ ৪।৫২
২৮শে পৌষ, সোমবার, শেষরাত্রি
ঘ ৪।৩
মাঘমাঘী২৮শে মাঘ,
মঙ্গলবার
২৯শে মাঘ,
বুধবার
২৮শে মাঘ, মঙ্গলবার, রাত্রি
ঘ ৬।৫৮
২৯শে মাঘ, বুধবার,
রাত্রি
ঘ ৭।৯
ফাল্গুন ফাল্গুনী, দোল ও গৌর২৮শে ফাল্গুন,
বৃহস্পতিবার
২৯শে ফাল্গুন,
শুক্রবার
২৮শে ফাল্গুন, বৃহস্পতিবার, দিবা
ঘ ১০।২৪
২৯শে ফাল্গুন, শুক্রবার, দিবা
ঘ ১১।৩৫
চৈত্র চৈত্রী২৯শে চৈত্র,
শনিবার
২৯শে চৈত্র,
শনিবার
২৮শে চৈত্র, শুক্রবার, রাত্রি
ঘ ২।৪৪
২৯শে চৈত্র, শনিবার, শেষরাত্রি
ঘ ৪।৩৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *