বাংলা ১৪৩১ সালের অমাবস‍্যা তিথির তালিকা

হিন্দু শাস্ত্রে অমাবস‍্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতেই বিভিন্ন প্রকারের পুজো এবং ব‍্রত পালন করা হয়। এই অমাবস‍্যা তিথি পরে প্রতি মাসের কৃষ্ণ পক্ষে। প্রতি মাসেই একটি করে অমাবস‍্যা তিথি আসে অর্থাৎ বছরে মোট ১২ টি এই তিথির ব্রত পালন করা হয়। আজ আপনারা এই লেখায় বাংলা ১৪৩১ সালের অমাবস‍্যা তিথির পূর্ণাঙ্গ তালিকা পাবেন। আপনারা জানবেন এই বছর অমাবস‍্যা তিথি কবে পড়েছে, কখন এই তিথি শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে প্রভৃতি বিভিন্ন খুঁটিনাটি বিষয়।

বাংলা ১৪৩১ সালের অমাবস‍্যা তিথির পূর্ণাঙ্গ তালিকা

মাসঅমাবস্যা নিশিঃঅমাবস্যা উপবাসঅমাবস্যা আরম্ভঅমাবস্যা শেষ
বৈশাখ ২৪শে বৈশাখ,
মঙ্গলবার
২৫শে বৈশাখ,
বুধবার
২৪শে বৈশাখ, মঙ্গলবার, দিবা
ঘ ১০।৪৮
২৫শে বৈশাখ, বুধবার, দিবা
ঘ ৮।৪৮
জৈষ্ঠ্য২২শে জ্যৈষ্ঠ,
বুধবার
২৩শে জ্যৈষ্ঠ,
বৃহস্পতিবার
২২শে জ্যৈষ্ঠ, বুধবার, রাত্রি
ঘ ৭l১৫
২৩শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, অপরাহ্ণ
ঘ ৫।৫৩
আষাঢ় ২০শে আষাঢ়,
শুক্রবার
২০শে আষাঢ়,
শুক্রবার
১৯শে আষাঢ়, বৃহস্পতিবার, শেষরাত্রি
ঘ ৪।৩৮
২০শে আষাঢ়, শুক্রবার, শেষরাত্রি
ঘ ৪।৫
শ্রাবণ১৮ই শ্রাবণ,
শনিবার
( চিতালগী অমাবস‍্যা )
১৯শে শ্রাবণ,
রবিবার
১৮ই শ্রাবণ, শনিবার, দিবা
ঘ ৩।৪২
১৯শে শ্রাবণ, রবিবার, অপরাহ্ণ
ঘ ৪।৯
ভাদ্র১৬ই ভাদ্র.
সোমবার
( আলোক, কৌষিকী বা কৌষি অমাবস‍্যা )
১৬ই ভাদ্র , সোমবার১৫ই ভাদ্র, রবিবার, শেষরাত্রি
ঘ ৫।৭
১৭ই ভাদ্র, মঙ্গলবার, দিবা
ঘ ৬।৩১
আশ্বিন ১৪ই আশ্বিন,
মঙ্গলবার
১৫ই আশ্বিন,
বুধবার
১৪ই আশ্বিন, মঙ্গলবার, রাত্রি
ঘ ৯।৬
১৫ই আশ্বিন, বুধবার,
রাত্রি
ঘ ১১।৭
কার্তিক১৪ই কার্তিক,
বৃহস্পতিবার
১৫ই কার্তিক,
শুক্রবার
১৪ই কার্তিক, বৃহস্পতিবার, দিবা
ঘ ৩।৯
১৫ই কার্তিক, শুক্রবার, সন্ধ্যা
ঘ ৫।৯
অগ্রহায়ণ১৪ই অগ্রহায়ণ,
শনিবার
১৫ই অগ্রহায়ণ,
রবিবার
১৪ই অগ্রহায়ণ, শনিবার, দিবা
ঘ ৯।৫৪
১৫ই অগ্রহায়ণ, রবিবার, দিবা
ঘ ১১।১৭
পৌষ১৪ই পৌষ,
সোমবার
১৪ই পৌষ (বকুল),
সোমবার
১৩ই পৌষ, রবিবার, রাত্রি
ঘ ৩।৪৮
১৪ই পৌষ, সোমবার, শেষরাত্রি
ঘ ৪।১০
মাঘ১৪ই মাঘ,
মঙ্গলবার
( মৌনী )
১৫ই মাঘ,
বুধবার
১৪ই মাঘ, মঙ্গলবার, রাত্রি
ঘ ৭।৩১
১৫ই মাঘ, বুধবার, রাত্রি ঘ ৬।৫০
ফাল্গুন১৪ই ফাল্গুন,
বৃহস্পতিবার
১৫ই ফাল্গুন,
শুক্রবার
১৪ই ফাল্গুন, বৃহস্পতিবার, দিবা
ঘ ৮।৩১
১৫ই ফাল্গুন, শুক্রবার, প্রাতঃ
ঘ ৬।৫৬
চৈত্র১৪ চৈত্র
শুক্রবার
১৫ই চৈত্র,
শনিবার
১৪ই চৈত্র, শুক্রবার, রাত্রি
ঘ ৭।১
১৫ই চৈত্র, শনিবার, অপরায়ু
ঘ ৪।৫১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *