জন্মাষ্টমী

 2023 সালের জন্মাষ্টমীর তারিখ ও সময়সূচী // 2023 Krishna Janmashtami Date 

Janmastami 2023 date and time

জন্মাষ্টমী হল সনাতন হিন্দু ধর্মের এক অন‍্যতম একটি পবিত্র উৎসব। এই দিন ভগবান বিষ্ণু তার অষ্টম অবতার হিসেবে কৃষ্ণ রুপে এই ধরাধামে আবির্ভুত হন। তাই এইদিন শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এইদিন শ্রীকৃষ্ণ মাতা দেবকী এবং বাসুর্দেবের অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। এইদিন ঘরে ঘরে শ্রীকৃষ্ণের পুজো করা হয়।


2023 সালের জন্মাষ্টমী কবে?


তারিখ : 06 সেপ্টেম্বর।

বার : বুধবার।


নিশিতা পূজার সময় – 11:12 PM থেকে 11:58 PM.

পুজোর সময়কাল – 00 ঘন্টা 46 মিনিট।


অষ্টমী তিথি শুরু – 06 সেপ্টেম্বর, 03:37 PM.

অষ্টমী তিথি শেষ – 07 সেপ্টেম্বর, 04:14PM.


রোহিণী নক্ষত্র শুরু – 06 সেপ্টেম্বর, 09:20 AM.

রোহিণী নক্ষত্র শেষ – 07 সেপ্টেম্বর, 10:25 AM.


ইসকন মতে 2023 সালের জন্মাষ্টমীর তারিখ ও পুজোর সময় :


তারিখ : 07 সেপ্টেম্বর।

বার : বৃহস্পতিবার।


নিশিতা পূজার সময় – 11:12 PM থেকে 11:58 PM.

পুজোর সময়কাল – 00 ঘন্টা 46 মিনিট।


অষ্টমী তিথি শুরু – 06 সেপ্টেম্বর, 03:37 PM

অষ্টমী তিথি শেষ – 07 সেপ্টেম্বর, 04:14 PM.


রোহিণী নক্ষত্র শুরু – 06 সেপ্টেম্বর, 09:20 AM.

রোহিণী নক্ষত্র শেষ – 07 সেপ্টেম্বর, 10:25 AM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *