Lord Shiva Mantras
বলা হয়ে থাকে মহাদেব শিব খুব অল্পতেই খুশি হন। ভোলেনাথকে প্রসন্ন করবার জন্য শিব মন্ত্র পাঠ করলে আপনার জীবন থেকে কেটে যায় সমস্ত রকম সংকট এবং কেটে যায় সব রকমের নেতিবাচক শক্তি। জীবন হয়ে ওঠে মধুর ও আনন্দময়। আজ আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ শিব মন্ত্র নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে এই মন্ত্র গুলো পাঠ করব এবং এই মন্ত্র গুলো পাঠ করে কি ফল পাওয়া যায়।
১. শিব পঞ্চাক্ষর মন্ত্র :
মন্ত্র : ঔঁ নমঃ শিবায়।
অর্থ : আমি ভগবান শিবকে প্রনাম করি।
শিব মন্ত্রের অন্যতম মন্ত্র হল শিব পঞ্চাক্ষর মন্ত্র। মহাদেব শিবের পাঁচ মুখ থেকে এই পঞ্চাক্ষর মন্ত্রের সৃষ্টি।
উপকারিতা : এই মন্ত্র পাঠে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়। মানসিক শক্তি বৃদ্ধি হয়। ভক্তদের ইন্দ্রের ওপর নিয়ন্ত্রণ আসে। ক্ষতিকারক গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে মুক্ত রাখে। আর্থিক কষ্ট দূর হয় এবং সংসারে শান্তি আসে। সন্তান প্রাপ্তিতে বাধা এলে এই মন্ত্র পাঠে সেই বাধা দূর হয়।
২.মহা মৃত্যুঞ্জয় মন্ত্র :
মন্ত্র :
ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে
সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ ।
উর্বারূকমিব বন্ধনাম্
মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥
অর্থ : যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন। তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি।
মহা মৃত্যুঞ্জয় নামের মধ্যেই এর মাহাত্ম লুকিয়ে রয়েছে। এই মহা মৃত্যুঞ্জয় কথাটির অর্থ হল মৃত্যুর ওপর জয় লাভ করা।
উপকারিতা : এই মন্ত্র পাঠে মৃত্যু ভয় দূর হয় এবং দূরারোগ্য ব্যাধি ঠিক হয় খুব তাড়াতাড়ি। বাধা দূর হয়ে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়।
৩. শিব রুদ্র মন্ত্র :
মন্ত্র : ঔঁ নমঃ ভগবতে রুদ্রায়ঃ।
অর্থ : আমি ভগবান রুদ্রকে প্রনাম জানাই।
খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপা পাবার জন্য এই রুদ্র মন্ত্র খুবই উপযোগী।
উপকারিতা : দীর্ঘদিনের কোন মনের ইচ্ছা পূরন করতে এই মন্ত্র করা হয়। এই মন্ত্র নিয়মিত পাঠে পুরোনো আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়।
৪. শিব গায়েত্রী মন্ত্র :
মন্ত্র : ওম তৎপুরুষায়া বিদ্মহে মহাদেবায়ে ধিমাহি তন্নো রুদ্রায় প্রচোদয়াত।
অর্থ : আমি তৎপুরুষের কাছে প্রার্থনা করি আমাকে “বুদ্ধি এবং জ্ঞানের” দিকে পরিচালিত করতে প্রেরণা প্রদান করুন।
আপনারা সকলেই জানেন শিব গায়েত্রী মন্ত্র এক শক্তিশালী শিব মন্ত্র। ঠিক তেমনই শিব গায়েত্রী মন্ত্র হল এক শক্তিশালী শিব মন্ত্র।
উপকারিতা : আপনার শরীর ও মনে শান্তি আনতে এবং সমস্ত বাধা দূর করতে এই শিব গায়েত্রী মন্ত্র খুবই উপকারি।
৫. ওম নমস্তে আস্তু ভগবান – শিব স্তোত্রম
মন্ত্র :
নমস্তে আস্তু ভগবানয়া
বিশ্বেশ্বরায়া মহাদেবায়া
ত্রয়ম্বকায়া ত্রিপুরান্তকায়া
ত্রিকালাগ্নি – কালায়া
কালাগ্নি – রুদ্রায়া
নীলকান্তায়া মৃত্যুঞ্জয়া
সর্বেশ্বরায়া সদাশিবায়া
শ্রীমান মহাদেবায়া নমঃ।
অর্থ : আমি ভগবান শিবকে প্রণাম করি, যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং রক্ষক, যিনি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার তিনটি চোখ আছে, যিনি তিন জগতের বিনাশকারী, যার গলা নীল, যিনি মৃত্যুর বিজয়ী , ইহো হলেন সকলের প্রভু, যিনি অনুগ্রহশীল, যিনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী এবং যিনি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
এই মন্ত্র মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের মতই শক্তিশালী।
উপকারিতা : দীর্ঘদিনের রোগ ব্যাধি ও মৃত্যু ভয় দূর হয় এই মন্ত্র পাঠে।
শিব মন্ত্র পাঠ করবার নিয়ম :
1.সঠিক উচ্চারণে মন্ত্র পাঠ করবেন।
2.মন্ত্র জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন। অর্থাৎ আজকে যদি আপনি 108 বার জপ করেন তবে কালকেও 108 বার জপ করুন। জপের সংখ্যা কখনই কমাবেন না। দরকারে বাড়াতে পারেন।
3.ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করবেন।
4.পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র পাঠ করুন।
5.প্রতিদিন একই সময় এই মন্ত্র পাঠ করতে হয়।
6.কুশের আসনে বসে জপ করুন।
7.জপ করবার সময় মহাদেবের মূর্তি, ছবি বা শিব লিঙ্গের সামনে বসে জপ করুন।
8.মন ও শরীর শুদ্ধ করে তবেই জপে বসুন।
9.শুধুমাত্র রুদ্রাক্ষের মালা নিয়েই এই মন্ত্র জপ করুন।
10.মন শান্ত করে তবেই জপে বসুন।
11.সোমবার থেকে এই মন্ত্র জপ করা শুরু করুন।
12.দিনে অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন।