2023 সালের দুর্গাপুজোর তারিখ ও বিস্তারিত পুজোর সময়সূচী

 2023 সালের দুর্গা পুজোর র্নিঘন্ট

Durga puja 2023


দুর্গাপূজা বা দুর্গোৎসব হল মাতা পার্বতীর বিশেষ রুপ দেবী দুর্গাকে পূজা করবার  মহাপ্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র ভারতে প্রচলিত হলেও বাঙালি সমাজে এটি বিশেষ এবং প্রধান ধর্মীয় ও সামাজিক একটি উৎসব। বাংলা ক‍্যালেন্ডারের আশ্বিন এবং চৈত্র মাসের শুক্লপক্ষে মূলত দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের পুজোটি প্রথম করেন শ্রীরামচন্দ্র। যা বোধন বলা হয় এবং এটিই শারোদৎসব যা বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষে যে দুর্গা পুজো করা হয় তাকে বলা হয় বাসন্তী পুজো। বছরে মোট চারটি নবরাত্রি আসে এবং এই চারটি নবরাত্রিতেই দুর্গা পুজো হয়ে থাকে। তবে আশ্বিন মাসের দুর্গা পুজো সবচেয়ে বেশি পালিত হয় বাংলায়।


2023 সালে মায়ের আগমন : ঘোটক।

2023 সালে মায়ের গমন : ঘোটক।

ফলাফল : ছত্রভঙ্গ।


2023 সালের দুর্গা পুজার বিস্তারিত সময়সূচী :


মহাষষ্ঠী

তারিখ : 20 অক্টোবর।

বাংলা তারিখ : ০২ কার্তিক,১৪৩০.

বার : শুক্রবার।

ষষ্ঠী তিথি শুরু – 20 অক্টোবর, 2023 তারিখে 12:31 AM.

ষষ্ঠী তিথি শেষ – 20 অক্টোবর, 2023 তারিখে 11:24 PM.

১. বিল্ব নিমন্ত্রণ – 02:49 PM থেকে 05:08 PM.

   সময়কাল – 02 ঘন্টা 19 মিনিট.

মহাসপ্তমী

তারিখ : 21 অক্টোবর।

বাংলা তারিখ : ০৩ কার্তিক,১৪৩০.

বার : শনিবার।

সপ্তমী তিথি শুরু – 20 অক্টোবর, 2023 তারিখে 11:24 PM.

সপ্তমী তিথি শেষ – 21 অক্টোবর, 2023 তারিখে 09:53 PM.

১. নবপত্রিকা পুজো।

২. কলা বৌ স্নান।

মহাঅষ্টমী

তারিখ : 22 অক্টোবর।

বাংলা তারিখ : ০৪ কার্তিক,১৪৩০.

বার : রবিবার।

অষ্টমী তিথি শুরু – 21 অক্টোবর, 2023 তারিখে 09:53 PM.

অষ্টমী তিথি শেষ – 22 অক্টোবর, 2023 তারিখে 07:58 PM.

১. কুমারী পুজো।

২. সন্ধি পুজো :

  সন্ধি পূজো – 07:34 PM থেকে 08:22 PM.

  পুজোর সময়কাল – 00 ঘন্টা 48 মিনিট.

মহানবমী

তারিখ : 23 অক্টোবর।

বাংলা তারিখ : ০৫ কার্তিক,১৪৩০.

বার : সোমবার।

নবমী তিথি শুরু – 22 অক্টোবর, 2023 তারিখে 07:58 PM.

নবমী তিথি শেষ – 23 অক্টোবর, 2023 তারিখে 05:44 PM.

বিজয়দশমী

তারিখ : 24 অক্টোবর।

বাংলা তারিখ : ০৬ কার্তিক,১৪৩০.

বার : মঙ্গলবার।

দশমী তিথি শুরু – 23 অক্টোবর, 2023 তারিখে 05:44 PM.

দশমী তিথি শেষ – 24 অক্টোবর, 2023 তারিখে 03:14 PM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *