মা লক্ষ্মীর সকল মন্ত্র

ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী  হলেন মা লক্ষ্মী।তিনি প্রসন্ন হলে সংসারে আর টাকার অভাব থাকে না। তাকে আরাধনা করার একটি শক্তিশালী মাধ্যম হল সঠিক লক্ষ্মী মন্ত্র জপ । গৃহে লক্ষ্মী পুজোর সময় সঠিক মন্ত্র জপ করলে জীবনে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই প্রবন্ধে আমরা মা লক্ষ্মীর সকল মন্ত্র সম্পর্কে  বিস্তারিত আলোচনা করবো।

লক্ষ্মী আবাহন মন্ত্র

এস মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী-
কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী।।
কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন।
কোমল করে, শোভিছে কমল, ধান্যরূপা, মাতঃ জগৎপালিনী।।
কমল কিরিটি মণি মনোহরে, কমল সিঁদুরে শোভে দেখি শিরে।
কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি যে সুন্দরে।।
কমল চরণে কমল নূপুর, কমল অলক্ত মরি কি সুন্দর।
দীন মধুসূদনের সন্তাপ হর তুমি নারায়ণী শান্তিপ্রদায়িনী।।

লক্ষীর একাক্ষরী বীজ মন্ত্র

শ্রীঁ

লক্ষীর বীজ মন্ত্র

ওঁ শ্রীঁ শ্রীয়ে নমঃ

মা লক্ষীর ধ্যান মন্ত্র

ওঁ পাশাক্ষমালিকান্তোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাম্।
রৌক্লোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদচবাৎ।।

মা লক্ষীর প্রনাম মন্ত্র

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।।

মা লক্ষীর স্তুতি

লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।
বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।
ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষবিলাসিনীঃ।।

শ্রী লক্ষীদেবীর স্তোত্র

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।
পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।
দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।
স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।।

লক্ষীদেবীর গায়ত্রী মন্ত্র

ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে,
মহাশ্রীয়ৈ ধীমহি,
তন্নোঃ শ্রী প্রচোদয়াৎ।

লক্ষ্মীর জপ মন্ত্র :

১) শ্রীঁ ২) ওঁ শ্রীঁ শ্রীয়ে নমঃ
৩) ওঁ শ্রীঁ শ্রীশ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ ৪) শ্রীঁ হ্রীঁ শ্রীঁ
৫) ওঁ শ্রীশ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ ৬) ওঁ শ্রীঁ হ্রীঁ ক্লীঁ শ্রীয়ে নমঃ

কমলা মন্ত্র :

ওঁ শ্রীঁ হ্রীঁ শ্রীঁ কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীঁ হ্রীঁ শ্রীঁ ওঁ মহালক্ষ্ময়ৈ নমঃ।

অষ্টলক্ষ্মীর মন্ত্র:

ওঁ নমঃ ভগবতী পদ্ম পদ্মাবতী ওঁ হ্রীং শ্রীং হীং ওঁ।

অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র:

ওঁ হ্রীঁ শ্রীঁ ক্রীঁ শ্রীঁ কুবেরায় অষ্ট-লক্ষ্মী মম গৃহে ধনম পুরায় নমঃ।

লক্ষ্মী নারায়ণ বীজ মন্ত্র :

১) ওঁ হ্রীঁ হ্রীঁ শ্রীঁ শ্রীঁ লক্ষ্মীবাসুদেবায় নমঃ
২) ওঁ হ্রীঁ হ্রীঁ শ্রীঁ লক্ষ্মীবাসুদেবায় নমঃ

লক্ষ্মী গণেশ মন্ত্র :

১) ওঁ গং গণপতি রূপ, শ্রী পদ্মাদেবৈ নমঃ, মম লক্ষ্মী প্রপ্তি কুরু কুরু স্বাহা।
২) ওঁ শ্রীঁ গঁ সৌম্যায়া গণপতয়ে বর বরদ সর্বজনম্ মে বশমনায় স্বাহা।

লক্ষ্মী মন্ত্র জপের সঠিক পদ্ধতি:

লক্ষ্মী মন্ত্র জপের উপকারিতা :

উপরি উক্ত মন্ত্র গুলো নিয়মিত লক্ষীদেবীর পুজোর সময় জপ করলে জীবন থেকে দরিদ্রতার অভিশাপ চিরতরে দূর হয়ে যায়, কেটে যায় অশান্তি বাধা বিপত্তি, সংসারে আসে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য।

◆নিয়মিত লক্ষ্মী মন্ত্র জপ করলে ভক্তে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। ব্যবসা, চাকরি বা পেশায়  উন্নতির জন্য এই মন্ত্রগুলো জপ করা অত্যন্ত কার্যকরী।

◆লক্ষ্মী মন্ত্র জপ করলে সংসারে সুখ ও শান্তি আসে। সংসার থেকে অশান্তি দূর হয়।

◆এই মন্ত্র জপ করলে দ্রুত ঋণ থেকে মুক্তি যায়। অর্থ আসার পথে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হয়ে যায়। ফলে ভক্তের হাতে আসে প্রচুর অর্থ।

◆এই মন্ত্র গুলো করলে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। ফলে তার কৃপায় দূর্ভাগ‍্য কেটে গিয়ে আসে সৌভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *