হনুমান দ্বাদশা নামাবলী – হনুমানজীর 12 নাম

12 names of Hanuman in with Meaning – Dwadasha Namavali of Hanuman.


12 names of hanuman,Dwadasha namavali of Hanuman


আমরা সকলেই আমাদের সকল কষ্ট নিবারনে দৈনিক হনুমান চালিশার পাঠ করে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়ত জানিনা হনুমানজীর দ্বাদশা নামাবলী অর্থাৎ হনুমানজীর বারো নামের মহীমা। আমাদের শাস্ত্রে সব দেব দেবীর বারো নামের উল্লেখ রয়েছে। ঠিক তেমনই হনুমানজীরও রয়েছে। একে দ্বাদশা নামাবলী বলা হয়। বজরংবলীর এই নামাবলী মন্ত্র যপ করলে দীর্ঘদিনের কষ্ট ক্লেশ দূর হয়, দীর্ঘায়ু হয়, ধনলাভ হয় এবং শত্রু নাশ হয়।



হনুমান দ্বাদশা নামাবলীর বা হনুমান 12 নাম যপের উপকারিতা :

  • দীর্ঘদিনের রোগ দূর হয়।
  • দীর্ঘায়ু হয়।
  • সংসারের কলহ দূর হয়।
  • দীর্ঘদিনের পুরোনো সমস্যা দূর হয়।
  • শত্রু বাধা শান্ত হয়।
  • যেকোন কার্য যা অনেকদিন ধরে পূর্ন হচ্ছে না এই মন্ত্র যপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায়।
  • গ্রহ ক্লেশ দূর হয় ও নব গ্রহ শান্ত হয়।
  • কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয়।
  • নিজের পাপ মুক্তি হয়।
  • অনিদ্রা ও দুঃশ্চিন্তা দূর হয়।

সময় হিসেবে পাঠে ফল প্রাপ্তি : 

  সকালে পাঠ করলে : দীর্ঘায়ু হয়।
   দুপুরে পাঠ করলে   : ধনবান হয়।
  সন্ধ্যায় পাঠ করলে : পারিবারিক শান্তি                                        আসে।
   রাতে শোবার সময় 
             পাঠ করলে : শত্রু                             
                             নাশ হয়।



কিভাবে পাঠ করবেন : 

হনুমান বারো নাম যপের তেমন কোন কঠোর বিধান নেই। তবে 
1.দিনে তিন বার পাঠ করতে হয় অর্থাৎ সকাল, দুপুর ও রাত্রে। 
2.তবে কঠিন সময়ে 1200 বার পাঠ করতে হয়। তবে কোন বাধা নেই। যতদিনে সম্ভব ততদিনে 1200 বার পাঠ করতে পারেন। 
3.শত্রু বাধা নাশ বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য 120 বার পাঠ 42 দিনে পাঠ করার বিধান রয়েছে। শত্রু বাধা নাশ করতে অবশ্যই রাতে শোবার সময় পাঠ করুন।
4.যদি অনিদ্রা বা রাতে দুঃস্বপ্ন অথবা কোন অজানা ভয় আপনাকে বিরক্ত করে তবে রাতে শোবার সময় পাঠ করুন।
5. গ্রহ দোষ বা গ্রহ শান্তির জন্য দিনে 9 বার পাঠ করতে হয়। 
6. সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয়।

 পাঠ পদ্ধতি : সংকল্প নিয়ে কোন প্রান প্রতিষ্ঠিত মূর্তিরকে কোন লাল কাপড়ের ওপর বসিয়ে তিলের বা সরষের তেলের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে এই হনুমান নাম মন্ত্র পাঠ করতে হয়। পাঠ হয়ে যাবার পর অবশ্যই পাঠের উদ্দেশ্য বলবেন এবং আপনার সমস্যা সমাধানের জন্য অবশ্যই হনুমানজীর কাছে করজোড়ে নিবেদন করবেন।

হনুমান বারো নাম মন্ত্র : 


এক /ঔঁ শ্রী হনুমতে নমঃ।
অর্থ : সম্মুখদিকে প্রলম্বিত চোয়াল।

দুই / ঔঁ অঞ্জনী সূতায় নমঃ।
অর্থ : অঞ্জনী দেবীর সন্তান।

তিন / ঔঁ বায়ু পুত্রায় নমঃ।
অর্থ : বায়ু দেবের পুত্র।

চার / ঔঁ মহাবলায় নমঃ।
অর্থ : যিনি মহাশক্তি রাখেন বা যিনি অত্যন্ত বল শালী।

পাঁচ / ঔঁ রামেষ্ঠায় নমঃ।
অর্থ : যিনি শ্রীরামের ভক্ত।

ছয় / ঔঁ ফাল্গুনায় নমঃ।
অর্থ : যিনি অর্জুনের বন্ধু।

সাত / ঔঁ পিঙ্গাসায় নমঃ।
অর্থ : যার চোখ হলুদ বা লালচে বাদামী।

আট /  ঔঁ অমিতবিক্রমায় নমঃ।
অর্থ : যার অপরিসীম বা সীমাহীন বীরত্ব।

নয় / ঔঁ উদধিবিক্রমনায় নমঃ।
অর্থ : যিনি সাগর পার করেছেন।

দশ / ঔঁ সীতা শোক বিনাশয় নমঃ।
অর্থ: যিনি সীতা মাতার শোক দূর করেছিলেন।

এগারো / ঔঁ লক্ষনায়প্রাণ দাত্রে নমঃ।
অর্থ: যিনি লক্ষণের প্রান দাতা।

বারো / ঔঁ দশগ্রীবস্যায় দর্পায় নমঃ।
অর্থ : যিনি দশ মাথাওয়ালা রাবণের অহংকার চূর্ন করেছিলেন।

হনুমান দ্বাদশা নামাবলী :

1.হনুমান। 

2.অঞ্জনী পুএ।

3.বায়ু পুত্র।

4.মহাবলী।

5.রামেষ্ঠ।

6.ফাল্গুনায় সখা।

7.পিঙ্গাসা।

8.অমিতবিক্রম।

9.উদধিবিক্রমন।

10.সীতা শোক বিনাশক। 

11.লক্ষন প্রান দাতা।

12.দশগ্রীবায় দর্পায়।


বজরংবলীর সব মন্ত্রের মধ্যে এই দ্বাদশা নামাবলী মন্ত্র অন্যতম শক্তিশালী।হনুমনজীর এই 12 নামের মধ্যেই তার মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। বলা হয় যিনি বজরংবলীর এই বারো নাম নিরন্ত্রর যপ করবেন হনুমানজী তাকে দশ দিক ও আকাশ পাতালেও রক্ষা করবেন।

12 names of Hanuman in English with its meaning :


Om Shri Hanumate Namah
Meaning : Who has a cleft in the chin.

Om Anjani Sutaya Namah।
Meaning: Son of Anjani Devi.

Om Vayuputraya Namah।
Meaning : Son of Vayu Dev.

Om Mahabalaya Namah
Meaning :Who Possess great strength.

Om Rameshthaya Namah।
Meaning : Who is devoted to Lord Rama.

Om Phalguna Sakhaya Namah।
Meaning : Who is friend of Arjun.

Om Pingakshaya Namah।
Meaning : Who has yellow or redish eyes.

Om Amitavikramaya Namah।
Meaning : Who is infinite or limitless brave.

Om Udadhikramanaya Namah।
Meaning : Who has crossed the Ocean.

Om Sitashokavinashanaya Namah।
Meaning : Who has removed the sorrow of Sita.

Om Lakshmanapranadatre Namah।
Meaning : Who is the giver of the life of Laxmana.

Om Dashagrivasya Darpaya Namah।
Meaning : Who is had destroyed the pride of ten headed [ Ravana].


Bajranj Bali Dwadha Namavali :


1.Hanuman.
2.Anjani Suta.
3.Vayu Putra.
4.Mahabala.
5.Rameshta.
6.Phalguna Sakha.
7.Pingaksha.
8.Amita Vikrama.
9.Udadhikramana.
10.Sita Shoka Vinashana.
11.Lakshmana Prana Data.
12.Dashagriva Darpaha.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *