রামভক্ত পবনপুত্র হনুমানজী হলেন এই কলীযুগের একমাএ জীবিত দেবতা। যেকোন ভক্ত হনুমানজীর আরাধনা করলে বা তার কোন মন্ত্র পাঠ করলে তিনি ছুটে চলে আসেন তাকে রক্ষা করতে। বজরংবলী হলেন ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার। বজরংবলীর হনুমান চালিশা, বজরংবাণ বা সঙ্কটমোচন হনুমান অষ্টক ছাড়াও আরও অনেক শক্তিশালী মন্ত্র রয়েছে। হনুমান মন্ত্র জপ আপনার মনকে শান্ত করে এবং আপনার চারপাশের সমস্ত ধরণের সমস্যা, ভয় এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি প্রদান করে এবং সকল মনোঃস্কামনা পূরণ করে। আজ আপনারা জানবেন শক্তিশালী সকল হনুমান মন্ত্র এবং সঙ্গে জানবেন কিভাবে হনুমান মন্ত্র পাঠ করতে হয়।
১. হনুমান চালিশা
।। দোহা ।।
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ||
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার্ ||
।। চৌপাঈ ।।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর |
জয় কপীশ তিহু লোক উজাগর || এক ||
রামদূত অতুলিত বলধামা |
অঞ্জনি পুত্র পবনসুত নামা || দুই ||
মহাবীর বিক্রম বজরঙ্গী |
কুমতি নিবার সুমতি কে সঙ্গী |তিন||
কঞ্চন বরণ বিরাজ সুবেশা |
কানন কুংডল কুঞ্চিত কেশা ||চার||
হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কান্ধে মূংজ জনেবূ সাজৈ || পাঁচ ||
শঙ্কর সুবন কেসরী নন্দন |
তেজ প্রতাপ মহাজগ বন্দন || ছয় ||
বিদ্যাবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর || সাত ||
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া |
রামলখন সীতা মন বসিয়া || আট ||
সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা |
বিকট রূপধরি লঙ্ক জরাবা || নয় ||
ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে || দশ ||
লায় সঞ্জীবন লখন জিয়ায়ে |
শ্রী রঘুবীর হরষি উরলায়ে || এগারো ||
রঘুপতি কীন্হী বহুত বডায়ী |
তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || বারো ||
সহস বদন তুম্হরো যশগাবৈ |
অস কহি শ্রীপতি কন্ঠ লগাবৈ || তেরো ||
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা || চোদ্দ ||
যম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে |পনেরো||
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা || ষোল ||
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভয়ে সব জগ জানা || সতের ||
যুগ সহস্র যোজন পর ভানূ |
লীল্যো তাহি মধুর ফল জানূ || আঠারো ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গয়ে অচরজ নাহী || উনিশ ||
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || কুড়ি ||
রাম দুয়ারে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে || একুশ ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না || বাইশ ||
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ || তেইশ ||
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ || চব্বিশ ||
নাশৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা || পঁচিশ ||
সঙ্কট সেং হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ || ছাব্বিশ ||
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা || সাতাশ ||
ঔর মনোরধ জো কয়ি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ || আঠাশ ||
চারো যুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || উনত্রিশ ||
সাধু সংত কে তুম রখবারে |
অসুর নিঙ্কদন রাম দুলারে || ত্রিশ ||
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা || একত্রিশ ||
রাম রসায়ন তুম্হারে পাসা |
সদা রহো রঘুপতি কে দাসা || বঁত্রিশ ||
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ || তেঁত্রিশ ||
অংত কাল রঘুবর পুরজায়ী |
জহাং জন্ম হরিভক্ত কহায়ী || চৌত্রিশ ||
ঔর দেবতা চিত্ত ন ধরয়ী |
হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী || পঁত্রিশ ||
সঙ্কট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা || ছঁত্রিশ ||
জৈ জৈ জৈ হনুমান গোসায়ী |
কৃপা করো গুরুদেব কী নায়ী || সাঁইত্রিশ ||
জো শত বার পাঠ কর কোয়ী |
ছূটহি বন্দী মহা সুখ হোয়ী || আঁটত্রিশ ||
জো ইহ পডৈ হনুমান চালীসা |
হোয় সিদ্ধি সাখী গৌরীশা || উনচল্লিশ ||
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয় মহ ডেরা || চল্লিশ ||
।। দোহা ।।
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ্ |
রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ্ ||
সিয়াবর রামচন্দ্রকী জয়। পবনসুত হনুমানকী জয় |
২. শ্রী বজরং বাণ
।। দোহা ।।
নিশ্চয় প্রেম প্রতীতি, বিনয় করি সম্মান।
তহি কে করজ সকল শুভ, সিদ্ধ করেঁ হনুমান।।
।। চৌপাই ।।
জয় হনুমন্ত সন্ত হিতকারী।
সুন লীজৈ প্রভু অরজ হামারী।।
জনকে কাজ বিলম্ব ন কীজে।
আতুর দৌরি মহাসুখ দীজে।।
জ্যয়সে কুদি সিন্ধু মহি পারা।
সুরসা বদন পৈঠি বিস্তরা।।
আগে জাঈ লঙ্কিনী রোকা।
মারেহু লাথ গই সুর লোকা।।
জয়ে বিভীষণ কো সুখ দীনহা।
সীতা নিরখি পরম পদ লীনহা।।
বাগ উজারি সিন্ধু মহঁ বোরা।
অতি আতুর যম কাতর তোরা।।
অক্ষয় কুমারা মারি সংহারা।
লুম লপেট লঙ্ক কো জারা।।
লহ সমান লঙ্ক জরি গই।
জয় জয় ধ্বনি সুরপুর মহঁ ভই।।
অব বিলম্ব কেহি করন স্বামী।
কৃপা করহু উর অন্তর্যামী।।
জয় জয় লক্ষন প্রান কে দাতা।
আতুর হোয় দুখ করহু নিপাতা।।
জয় গিরিধর জয় জয় সুখ সাগর।
সুর সমূহ সমরথ ভটনাগর।।
ওম হনু হনু হনু হনুমন্ত হঠীলে।
বৈরিহি মারূ বজ্র কী কীলে।।
গদা বজ্র লৈ বৈরিহি মারো।
মহারাজ প্রভু দাসা উবারো।।
ওঙ্কার হুঙ্কার মহাপ্রভু ধাবো।
বজ্র গদা হনু বিলম্ব না লাবো।।
ওম্ হ্রীঁ হ্রীঁ হ্রীঁ হনুমন্ত কপীশা।
ওম হুঁ হুঁ হুঁ হনু অরি উর শীশা।।
সত্য হোহু হরি শপথ পায়কে।
রামদূত ধরু মারু ধায় কে।।
জয় জয় জয় হনুমন্ত অগাধা।
দুঃখ পাবত জন কেহি অপরাধা।।
পূজা জপ তপ নেম অচারা।
নেহি জানত হো দাসা তুমহারা।।
বন উপবন মগ, গিরী গৃহ মাঁহী।
তুমহার বল হাম ডরপত নাহী।।
পাঁয় পরৌ কর জোরি মানাবৌ।
ইয়হি অবসর অব কেহি গোহরাবৌ।।
জয় অঞ্জনী কুমার বলবন্তা।
শঙ্কর সুবন ধীঁর হনুমন্তা।।
বদন করাল কাল কুল ঘালক।
রাম সহায় সদা প্রতিপালক।।
ভূত প্রেত পিশাচ নিশাচর।
অগ্নিবেতাল কাল মারীমর।।
ইনহেঁ মারু তোহি শপথ রামকী।
রাখু নাথ মর্যাদা নাম কী।।
জনক সুতা হরি দাস কহাবো।
তাকী শপথ বিলম্ব ন লাবো।।
জয় জয় জয় ধুনি হোত আকাশা।
সুমিরত হোত দুসহ দুঃখ নাশা।।
চরন স্মরণ করি জোরি মনাবোঁ।
য়হি অবসর অব কেহি গোহরাবৌঁ।।
উঠু উঠু চলু তোহি রাম দুহাই।
পায় পরৌ কর জোরি মনাই।।
ওম চং চং চং চং চপল চলন্তা।
ওম হনু হনু হনু হনু হনুমন্তা।।
ওম হং হং হঁংকা দেত কপি চঞ্চল।
ওম সং সং সহমি পরানে খল দল।।
অপনে জন কো তুরত উবারো।
সুমিরত হোয় আনন্দ হমারো।।
য়হ বজরঙ্গ বাণ জেহি মারে।
তহি কহো ফির কৌন উবারে।।
পাঠ করে বজরঙ্গ বান কী।
হনুমাত রক্ষা করে প্রান কী।।
য়হ বজরঙ্গ বান জো জাঁপে।
তাঁতে ভূত প্রেত সব কাপৈ।।
ধূপ দেয় অরু জপৈ হমেশা।
তাঁকে তন নহি রহে কলেশা।।
।। দোহা ।।
প্রেম প্রতীতহি কপি ভজৈ, সদা ধরৈ উর ধ্যান।
তেহি কে কারজ সকল শুভ, সিদ্ধ করে হনুমান।।
৩. সঙ্কটমোচন শ্রী হনুমান অষ্টক
বাল সময় রবি ভক্ষী লিয়ো তব,
তিনাহু লোক ভায়ো আন্ধিয়ারো |
তাহি সো ত্রাস ভায়ো জগ কো,
ইয়ে সংকট কাহু সো জাত না টারো |
দেওয়ান আনি করি বিনতি তব,
চাদী দিয়ো রবি কষ্ট নিবারো ||
কোন নাহি জানত হে জাগ মে কপি,
সংকট মোচন নাম তিহারো || এক ||
বালী কি ত্রাস কাপিস বাসাই গিরি,
জাত মহাপ্রভু পান্থ নিহারো |
চাওকি মহা মুনি সাপ দিয়ো তব,
চাহিয়ে কাউন বিচার বিচারো |
কই দ্বিজ রূপ লিয়ে মহা প্রভু,
সো তুম দাস কে শোক নিবারো ||
কোন না জানত হে জাগ মে কাপি,
সংকট মোচন নাম তিহারো || দুই ||
অঙ্গদ কে সং লে গেয়ে সিয়া,
খোজ কপিস ইয়ে বাইন উচারো ||
জীভত না বাছিহাও হাম শোন জু,
বিনা সুধি লায়ে ইহা পাগু ধরো |
হায়রি ঠেকে তাত সিন্ধু সাবাই,
তব লায়ে সিয়া-সুধি প্রান উবারো ||
কোন নাহি জানত হৈ জাগ মে কাপি,
সংকট মোচন নাম তিহারো || তিন ||
রাওয়ান ত্রাস দায়ি সিয়া কো সব,
রাক্ষসী সো কহি সোক নিবারো |
তাহি সামায় হানুমান মহাপ্রভু,
জয় মহারজ নীচ মাড়ো ||
চাহত সিয়া অসোকা সো আগি সু,
দাই প্রভু মুদ্রিকা শোক নিবারো ||
কো নাহি জানত হ্যা জাগ মে কাপি,
সংকট মোচন নাম তিহারো || চার ||
বান লাগিও উর লক্ষমন কে তব,
প্রান তাজে সুত রাবন মারো |
লাই গৃহ বৈদ্য সুশেন সমেত,
তবাই গিরি দ্রোণ সু বীর উপারো |
অণি সজিওয়ান হাত দায়ি তব,
লক্ষমন কে তুম প্রান উপারো |
কোন নাহি জানত হে জগ মে কাপি,
সংকট মোচন নাম তিহারো || পাঁচ ||
রাওয়ান যুধ আজান কিয়ো তব,
নাগ কি ফাস সবয় শির দারো |
শ্রী রঘুনাথ সমেত সবাই ডাল,
মোহ ভায়ো ইয়ে সংকট ভারো |
আণি খগেশ তাবই হনুমান জু,
বন্ধন কাটি সূত্রাস নিবারো |
কোন নাহি জানত হৈ জাগ মে কাপি,
সংকট মোচন নাম তিহারো || ছয় ||
বন্ধু সমেত জবাই আহিরাভন,
লাই রঘুনাথ পাতাল সিদ্ধারো |
দেবী পূজি ভালি বিধি সো বলি,
দেউ সবই মিলি মন্ত্র বিচারো |
জায়ে সাহায় ভায়ো তব হি,
আহিরাওয়ান সৈন্য সমেত সনহারো |
কোন নাহিন জানত হৈ জাগ মে কপি,
সংকট মোচন নাম তিহারো || সাত ||
কাজ কিয়ে বার দেওয়ান কে তুম,
বীর মহাপ্রভু দেখি বিচারো |
কউন সো সংকট মোহন গরীব কো,
জো তুমসো নাহি জাত হৈ তারো |
বেগী হারো হনুমান মহাপ্রভু,
জো কুছ সংকট হোয়া হামারো |
কোন নাহি জানত হে জাগ মে কপি,
সংকট মোচন নাম তিহারো || আট ||
|| দোহা ||
লাল দেহ লালে লেসে, আরু ধরি লাল লঙ্গুর |
বজরা দেহ দানভ দলন, জয় জয় জয় কাপি সুর ||
৪. হনুমান দ্বাদশা নামাবলী মন্ত্র
ওঁ শ্রী হনুমতে নমঃ।
ওঁ অঞ্জনী সূতায় নমঃ।
ওঁ বায়ু পুত্রায় নমঃ।
ওঁ মহাবলায় নমঃ।
ওঁ রামেষ্ঠায় নমঃ।
ওঁ ফাল্গুনায় নমঃ।
ওঁ পিঙ্গাসায় নমঃ।
ওঁ অমিতবিক্রমায় নমঃ।
ওঁ উদধিবিক্রমনায় নমঃ।
ওঁ সীতা শোকবিনাশয় নমঃ।
ওঁ লক্ষনায়প্রাণদাত্রে নমঃ।
ওঁ দশগ্রীবস্যায় দর্পায় নমঃ।
৬. হনুমান অষ্টোত্তর শত নামাবলি মন্ত্র
ওঁ অঞ্জনেয়ায় নমঃ [ 1 ]
ওঁ মহাবীরায় নমঃ [ 2 ]
ওঁ হনুমতে নমঃ [ 3 ]
ওঁ মারুতাত্মজায় নমঃ [ 4 ]
ওঁ তত্ত্বজ্ঞানপ্রদায় নমঃ [ 5 ]
ওঁ সীতাদেবীমুদ্রাপ্রদায়কায় নমঃ [ 6 ]
ওঁ অশোকবনিকাচ্চেত্রে নমঃ [ 7 ]
ওঁ সর্বমায়াবিভংজনায় নমঃ [ 8 ]
ওঁ সর্ববংধবিমোক্ত্রে নমঃ [ 9 ]
ওঁ রক্ষোবিধ্বংসকারকায়নমঃ [ 10 ]
ওঁ বরবিদ্যা পরিহারায় নমঃ [ 11]
ওঁ পরশৌর্য বিনাশনায় নমঃ [ 12 ]
ওঁ পরমংত্র নিরাকর্ত্রে নমঃ [ 13 ]
ওঁ পরমংত্র প্রভেদকায় নমঃ [ 14 ]
ওঁ সর্বগ্রহ বিনাশিনে নমঃ [ 15 ]
ওঁ ভীমসেন সহায়কৃতে নমঃ [ 16 ]
ওঁ সর্বদুঃখহরায় নমঃ [ 17 ]
ওঁ সর্বলোকচারিণে নমঃ [ 18 ]
ওঁ মনোজবায় নমঃ [ 19 ]
ওঁ পারিজাতধৃমমূলস্থায় নমঃ [ 20 ]
ওঁ সর্বমংত্রস্বরূপবতে নমঃ [ 21 ]
ওঁ সর্বতংত্রস্বরূপিণে নমঃ [ 22 ]
ওঁ সর্বয়ংত্রাত্মকায় নমঃ [ 23 ]
ওঁ কপীশ্বরায় নমঃ [ 24 ]
ওঁ মহাকায়ায় নমঃ [ 25 ]
ওঁ সর্বরোগহরায় নমঃ [ 26 ]
ওঁ প্রভাবে নমঃ [ 27 ]
ওঁ বলসিদ্ধিকরায় নমঃ [ 28 ]
ওঁ সর্ববিদ্যাসংপত্র্পদায়কায় নমঃ [ 29 ]
ওঁ কপিসেনা নাযকায় নমঃ [ 30 ]
ওঁ ভবিষ্যচ্চতুরাননায় নমঃ [ 31 ]
ওঁ কুমার ব্রহ্মচারিণে নমঃ [ 32 ]
ওঁ রত্নকুংডল দীপ্তিমতে নমঃ [ 33 ]
ওঁ চংচলদ্বালসন্নদ্ধলংবমান
শিখোজ্জ্বলায় নমঃ [ 34 ]
ওঁ গংধর্ব বিদ্যাতত্ত্বজ্ঞায় নমঃ [ 35 ]
ওঁ মহাবলপরাক্রমায় নমঃ [ 36 ]
ওঁ কারাগৃহ বিমোক্ত্রে নমঃ [ 37 ]
ওঁ শৃংখলাবংধবিমোচকায় নমঃ [ 38 ]
ওঁ সাগরোত্তারকায় নমঃ [ 39 ]
ওঁ প্রাজ্ঞায় নমঃ [40 ]
ওঁ রামদূতায় নমঃ [ 41 ]
ওঁ প্রতাপবতে নমঃ [ 42 ]
ওঁ বানরায় নমঃ [ 43 ]
ওঁ কেসরীসুতায় নমঃ [ 44 ]
ওঁ সীতাশোক নিবারণায় নমঃ [ 45 ]
ওঁ অঞ্জনাগর্ভসংভূতায় নমঃ [ 46 ]
ওঁ বালার্কসদৃশাননয় নমঃ [ 47 ]
ওঁ বিভীষণ প্রিয়করায় নমঃ [ 48 ]
ওঁ দশগ্রীব কুলাংতকায় নমঃ [ 49 ]
ওঁ লক্ষ্মণ প্রাণদাত্রে নমঃ [ 50 ]
ওঁ বজ্রকায়ায় নমঃ [ 51 ]
ওঁ মহাদ্যুতয়ে নমঃ [ 52 ]
ওঁ চিরঞ্জীবিনে নমঃ [ 53 ]
ওঁ রামভক্তায় নমঃ [ 54 ]
ওঁ দৈত্যকার্য বিঘাতকায় নমঃ [ 55 ]
ওঁ অক্ষহংত্রে নমঃ [ 56 ]
ওঁ কাঞ্চনাভায় নমঃ [ 57 ]
ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ [ 58 ]
ওঁ মহাতপসে নমঃ [ 59 ]
ওঁ লঙ্কিণীভংজনায় নমঃ [ 60 ]
ওঁ শ্রীমতে নমঃ [ 61 ]
ওঁ সিংহিকাপ্রাণভংজনায় নমঃ [ 62 ]
ওঁ গংধমাদন শৈলস্থায় নমঃ [ 63 ]
ওঁ লঙ্কাপুর বিদাহকায় নমঃ [ 64 ]
ওঁ সুগ্রীবসচিবায় নমঃ [ 65 ]
ওঁ ধীরায় নমঃ [ 66 ]
ওঁ শূরায় নমঃ [ 67 ]
ওঁ দৈত্যকুলাংতকায় নমঃ [68 ]
ওঁ সুরার্চিতায় নমঃ [ 69 ]
ওঁ মহাতেজসে নমঃ [ 70 ]
ওঁ রামচূড়ামণিপ্রদায় নমঃ [ 71 ]
ওঁ কামরূপিণে নমঃ [ 72 ]
ওঁ শ্রী পিংগলাক্ষায় নমঃ [ 73 ]
ওঁ বার্ধিমৈনাকপূজিতায় নমঃ [ 74 ]
ওঁ কবলীকৃত মার্তাংডমংডলায় নমঃ [ 75 ]
ওঁ বিজিতেংদ্রিয়ায় নমঃ [ 76 ]
ওঁ রামসুগ্রীব সংধাত্রে নমঃ [ 77 ]
ওঁ মহারাবণ মর্দনায় নমঃ [ 78 ]
ওঁ স্ফটিকাভায় নমঃ [ 79 ]
ওঁ বাগধীশায় নমঃ [ 80 ]
ওঁ নবব্যাকৃতি পংডিতায় নমঃ [ 81 ]
ওঁ চতুর্বাহবে নমঃ [ 82 ]
ওঁ দীনবংধবে নমঃ [ 83 ]
ওঁ মহাত্মনে নমঃ [ 84 ]
ওঁ ভক্তবত্সলায় নমঃ [ 85 ]
ওঁ সংজীবন নগার্ত্রে নমঃ [ 86 ]
ওঁ শুচয়ে নমঃ [ 87 ]
ওঁ বাগ্মিনে নমঃ [ 88 ]
ওঁ দৃঢব্রতায় নমঃ [ 89 ]
ওঁ কালনেমি প্রমথনায় নমঃ [ 90 ]
ওঁ হরিমর্কট মর্কটায় নমঃ [ 91 ]
ওঁ দাংতায় নমঃ [ 92 ]
ওঁ শাংতায় নমঃ [ 93 ]
ওঁ প্রসন্নাত্মনে নমঃ [ 94 ]
ওঁ শতকংঠ মদাপহৃতেনমঃ [ 95 ]
ওঁ যোগিনে নমঃ [ 96 ]
ওঁ রামকথালোলায় নমঃ [ 97 ]
ওঁ সীতান্বেষণ পংডিতায় নমঃ [ 98]
ওঁ বজ্রদ্রানুষ্ঠায়েয় নমঃ [ 99 ]
ওঁ বজ্রনখায় নমঃ [ 100 ]
ওঁ রুদ্রবীর্য সমুদ্ভবায় নমঃ [ 101 ]
ওঁ ইংদ্রজিত্প্রহিতামোঘ
ওঁ ব্রহ্মাস্ত্রনিবারকায় নমঃ [ 102 ]
ওঁ পার্থধ্বজাগ্র সংবাসিনে নমঃ [ 103 ]
ওঁ শরপংজর ভেদকায় নমঃ [ 104 ]
ওঁ দশবাহবে নমঃ [ 105 ]
ওঁ লোকপূজ্যায় নমঃ [ 106 ]
ওঁ জাংববতীত্প্রীতিবর্ধনায় নমঃ [ 107 ]
ওঁ সীতাসমেত শ্রীরামপাদসেবাদুরংধরায় নমঃ [ 108 ]
৭. হনুমান গায়েত্রী মন্ত্র :
ওঁ অঞ্জনিয়ায় বিদ্মহে,
বায়ুপুত্রয়া ধীমহি,
তন্নো হনুমত প্রচোদায়াত।
৮. শ্রী হনুমান আরতি
আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।
যাঁ কে বল সে গিরিবর কাঁপে,
রোগ দোষ যা কে নিকট না ঝাঁকে।।
অঞ্জনী পুত্র মহাবল দায়ী,
সন্তান কে প্রভু সদা সহায়ে।।
দে বীদা রঘুনাথ পাঠহাই,
লঙ্কা জারি সিয়া সুধি লায়ি।।
লঙ্কা সো কোট সমুদ্র সে খাইয়ে,
জাট পবন সুত বার না লাইয়ে।।
লঙ্কা জারি অসুর সম্ভারে,
সিয়া রামজীকে কাজ সঁভারে।।
লক্ষণ মূচরিত পারহে সকারে,
আন সঞ্জীবনী প্রান উভারে।।
পৈঠি পাতাল তোরি যমকারে,
অহিরাবণকি ভূজা উজারে।।
বাঁয়েন ভূজা অসুর দল মারে,
দাঁয়েন ভূজা সব সন্ত উবারে।।
সুরনার মুনিজন আরতি উতারে,
জয় জয় জঋ হনুমান উচারে।।
কাঞ্চন থার কপূর লো চাই,
আরতি কারাত অঞ্জনি মাই।।
জো হনুমানজীকি আরতি গাঁভে,
বাঁশি বৈকুনঠ অমর পদ পাবে।।
লঙ্কা বিদবানচে কিয়ে রঘুরাই,
তুলসীদাস স্বামী আরতি গাই।।
আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।
৯. শ্রীহনুমৎ স্তব
প্রনভউ পবন্ কুমার খ্যাল ব্যন পাভক জ্ঞানধন।
জাসু হৃদয়ে আগর বসহী রাম সব চাপ ধর।।
অতুলিত বলধামং হেমশৈলাভ দেহং।
দনুজবনকৃশাং জ্ঞানিনামাগ্রগণ্যম্ ।।
সকল গুণনিধানং বানরামাধীশং।
বঘুপতি প্রিয় ভক্ত বাতাজাতং নমামি ।
গোষ্পদীকৃত বারীশং মশকীকৃত রাক্ষসম্।
রামায়ন মহামালারত্নং বন্দেহনিলাত্মজম্ ।।
অঞ্জনানন্দনং বীরং জানকী শোকনাশমনম্।
কপীশমক্ষ হস্তারং বন্দে লঙ্কাভয়ঙ্করম্ ।।
উল্লাঘায়ে সিন্ধু সালিলাম সলিলাম,
ইহে শোকাভনি জানকামাজায়হ। আদায় তেনৈব দদাহ লঙ্কা নমামি তং প্রঞ্জলিরাঞ্জনেয়ম্ ।।
মনোজবং মারুততুল্যবেগং জিতেন্দ্রিং বুদ্ধিমত্তাং বলিষ্ঠম্।
বাতাত্মজং বানরয়ূথং মুখ্য শ্রীরামদূতং শরণং প্রপদ্যে ।।
অঞ্জনেয় মতিপাটলাননং কাঞ্জনাদ্রিকমনীয় বিগ্রহম্।
পারিজাত তরুমূলবাসিনং ভাবয়ামি পরমানন্দম্।।
যত্র যএ রঘুনাথকীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম্।
বাষ্পবারিপূর্ণ লোচনং মারুতি নমত রাক্ষসান্তকম্।।
১০. হনুমান প্রনাম মন্ত্র :
মনোজবং মারুততুল্যবেগং, জিতেন্দ্রিংবুদ্ধিমত্তাং বলিষ্ঠম্।
বাতাত্মজং বানরয়ূথংমুখ্যং, শ্রীরামদূতং শরণং প্রপদ্যে ।।
১১. হনুমান ধ্যান মন্ত্র :
অতুলিত বলধামং হেমশৈলাভ দেহং।
দনুজবনকৃশাং জ্ঞানিনামাগ্রগণ্যম্ ।।
সকল গুণনিধানং বানরামাধীশং।
রঘুপতি প্রিয়ভক্তম বাতজাতং নমামি ।।
১২. শ্রী হনুমান পংচরত্ন স্তোত্রম
বীতাখিল-বিষয়েচ্ছং জাতানন্দাশ্র পুলকমত্যচ্ছম্ ।
সীতাপতি দূতাদ্যং বাতাত্মজমদ্য ভাবয়ে হৃদ্যম্ ॥ ১ ॥
তরুণারুণ মুখ-কমলং করুণা-রসপূর-পূরিতাপাঙ্গম্ ।
সঞ্জীবনমাশাসে মঞ্জুল-মহিমানমঞ্জনা-ভাগ্যম্ ॥ ২ ॥
শম্বরবৈরি-শরাতিগমম্বুজদল-বিপুল-লোচনোদারম্ ।
কম্বুগলমনিলদিষ্টম্ বিম্ব-জ্বলিতোষ্ঠমেকমবলম্বে ॥ ৩ ॥
দূরীকৃত-সীতার্তিঃ প্রকটীকৃত-রামবৈভব-স্ফূর্তিঃ ।
দারিত-দশমুখ-কীর্তিঃ পুরতো মম ভাতু হনুমতো মূর্তিঃ ॥ ৪ ॥
বানর-নিকরাধ্যক্ষং দানবকুল-কুমুদ-রবিকর-সদৃশম্ ।
দীন-জনাবন-দীক্ষং পবন তপঃ পাকপুঞ্জমদ্রাক্ষম্ ॥ ৫ ॥
এতত্-পবন-সুতস্য স্তোত্রং য়ঃ পঠতি পঞ্চরত্নাখ্যম্ ।
চিরমিহ-নিখিলান্ ভোগান্ ভুঙ্ক্ত্বা
শ্রীরাম-ভক্তি-ভাগ্-ভবতি ॥ ৬ ॥
ইতি শ্রীমচ্ছংকর-ভগবতঃ কৃতৌ হনুমত্-পঞ্চরত্নং সংপূর্ণম্ ॥
১৩. শ্রী হনুমান্ বডবানল স্তোত্রম্
ওঁ অস্য শ্রী হনুমদ্বডবানল স্তোত্র মহামংত্রস্য শ্রীরামচংদ্র ঋষিঃ, শ্রী বডবানল হনুমান্ দেবতা, মম সমস্ত রোগ প্রশমনার্থং আয়ুরারোগ্য ঐশ্বর্যাভিবৃদ্ধ্যর্থং সমস্ত পাপক্ষয়ার্থং শ্রীসীতারামচংদ্র প্রীত্যর্থং হনুমদ্বডবানল স্তোত্র জপং করিষ্যে ।
ওঁ হ্রাং হ্রীং ওঁ নমো ভগবতে শ্রীমহাহনুমতে প্রকট পরাক্রম সকল দিঙ্মংডল যশোবিতান ধবলীকৃত জগত্ত্রিতয় বজ্রদেহ, রুদ্রাবতার, লংকাপুরী দহন, উমা অনলমংত্র উদধিবংধন, দশশিরঃ কৃতাংতক, সীতাশ্বাসন, বায়ুপুত্র, অংজনীগর্ভসংভূত, শ্রীরামলক্ষ্মণানংদকর, কপিসৈন্যপ্রাকার সুগ্রীব সাহায্যকরণ, পর্বতোত্পাটন, কুমার ব্রহ্মচারিন্, গংভীরনাদ সর্বপাপগ্রহবারণ, সর্বজ্বরোচ্চাটন, ডাকিনী বিধ্বংসন,
ওঁ হ্রাং হ্রীং ওঁ নমো ভগবতে মহাবীরায়, সর্বদুঃখনিবারণায়, সর্বগ্রহমংডল সর্বভূতমংডল সর্বপিশাচমংডলোচ্চাটন ভূতজ্বর একাহিকজ্বর দ্ব্যাহিকজ্বর ত্র্যাহিকজ্বর চাতুর্থিকজ্বর সংতাপজ্বর বিষমজ্বর তাপজ্বর মাহেশ্বর বৈষ্ণব জ্বরান্ ছিংদি ছিংদি, যক্ষ রাক্ষস ভূতপ্রেতপিশাচান্ উচ্চাটয় উচ্চাটয়,
ওঁ হ্রাং হ্রীং ওঁ নমো ভগবতে শ্রীমহাহনুমতে,
ওঁ হ্রাং হ্রীং হ্রূং হ্রৈং হ্রৌং হ্রঃ আং হাং হাং হাং ঔং সৌং এহি এহি,
ওঁ হং ওঁ হং ওঁ হং ওঁ নমো ভগবতে শ্রীমহাহনুমতে শ্রবণচক্ষুর্ভূতানাং শাকিনী ডাকিনী বিষম দুষ্টানাং সর্ববিষং হর হর আকাশ ভুবনং ভেদয় ভেদয় ছেদয় ছেদয় মারয় মারয় শোষয় শোষয় মোহয় মোহয় জ্বালয় জ্বালয় প্রহারয় প্রহারয় সকলমায়াং ভেদয় ভেদয়,
ওঁ হ্রাং হ্রীং ওঁ নমো ভগবতে শ্রীমহাহনুমতে সর্বগ্রহোচ্চাটন পরবলং ক্ষোভয় ক্ষোভয় সকলবংধন মোক্ষণং কুরু কুরু শিরঃশূল গুল্মশূল সর্বশূলান্নির্মূলয় নির্মূলয়
নাগ পাশ অনংত বাসুকি তক্ষক কর্কোটক কালীযান্ যক্ষ কুল জলগত বিলগত রাত্রিংচর দিবাচর সর্বান্নির্বিষং কুরু কুরু স্বাহা,
রাজভয় চোরভয় পরযংত্র পরমংত্র পরতংত্র পরবিদ্যা ছেদয় ছেদয় স্বমংত্র স্বযংত্র স্ববিদ্যঃ প্রকটয় প্রকটয় সর্বারিষ্টান্নাশয় নাশয় সর্বশত্রূন্নাশয় নাশয় অসাধ্যং সাধয় সাধয় হুং ফট্ স্বাহা ।
ইতি শ্রী বিভীষণকৃত হনুমদ্বডবানল স্তোত্রম্ ।
১৪. পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র :
ওঁ অঞ্জনীয়ায়ে বিদ্মাহে,
পঞ্চবকত্রায় ধীমহি
তন্নো হনুমত প্রচোদয়াৎ।
ওঁ অঞ্জনেয়ায়ে বিদ্মাহে,
মহাবলায়ায়ে ধীমাহি,
তন্নো কপি প্রচোদয়াৎ।
ওঁ বজ্রনখায়া বিদমহে,
তীক্ষ্ম দংস্ট্রায় ধীমহি,
তন্নো নরসিংহ প্রচোদয়াৎ।
ওঁ তৎপুরুষায় বিদমহে,
সুবর্ণ পক্ষায় ধীমহি,
তন্নো গরুড়ঃ প্রচোদয়াৎ।
ওঁ ধনুর্ধারায়ে বিদমহে,
বক্র দংস্ট্রায় ধীমহি,
তন্নো বরাহঃ প্রচোদয়াৎ।
ওঁ বাগেশ্বরায়ে বিদমহে
হায়গ্রীভায়া ধীমহি,
তন্নো হন্স প্রচোদয়াৎ।
১৫. পঞ্চমুখী হনুমান স্তুতী
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে,
সকলা শত্রু সমর্ণায়া স্বাহাঃ।
ওঁ নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে,
করালা বদনায় নরসিমহায়া সাকলা ভূতা প্রেত প্রমাদনায় স্বাহাঃ।
ওঁ নমোঃ ভগবতে পঞ্চভাদনায় পঁশ্চিমা মুখে,
গারুদায়া সকলা বিশঃ হারানায় স্বাহাঃ।
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে
অধিভরহায়া সকলা সম্পদকারায় স্বাহাঃ।
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্ব মুখে
হায়গ্রীবায়া সকলা জন ভাশিকরণায়া স্বাহাঃ।
১৬. হনুমান মূল মন্ত্র :
মন্ত্র : ওঁ শ্রী হনুমনতে নম:
১৭. হনুমান বীজ মন্ত্র :
মন্ত্র : ওঁ এঁম ভ্রীম হনুমতে,
শ্রী রাম দূতায় নমঃ
১৮. একাক্ষর হনুমান মন্ত্র
মন্ত্র : ফ্রৌং
১৯. অষ্টদশাক্ষর হনুমান মন্ত্র :
মন্ত্র : ওঁ নমঃ ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা।
২০. দ্বাদশাক্ষর হনুমান মন্ত্র :
মন্ত্র : ওঁ হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট্।
২১. হনুমান ঋণ মুক্তি মন্ত্র :
মন্ত্র : ওঁ নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা।
২২. নেতিবাচক শক্তি দূর করবার হনুমান মন্ত্র :
মন্ত্র :
ওঁ হং হনুমতে নমো নমঃ
শ্রী হনুমন্তে নমো নমঃ
জয় জয় হনুমন্তে নমো নমঃ
শ্রী রাম দূতায় নমো নমঃ ||
২৩. অঞ্জনেয়ায় মন্ত্র :
মন্ত্র : ওঁ শ্রী বজ্রদেহায় রামভক্তায় বায়ুপুত্রায় নমোস্তুতে।
২৪. হনুমান শত্রু নাশক মন্ত্র :
মন্ত্র : ওঁ পূর্বা কপি মুখে পঞ্চমুখ হনুমতে টং টং টং টং টং সকল শত্রু সংহর্নায় স্বাহা।
২৫. হনুমান কার্য সিদ্ধি মন্ত্র :
মন্ত্র :
ত্বামস্মিন কার্য্য নির্যোগে প্রমানম্ হরি সত্তমা।
হনুমান যত্নমাস্তায়া দুঃখ ক্ষয় করো ভাবা।।
কিভাবে হনুমান মন্ত্র জপ করতে হয়?
আপনি স্নান করে পরিষ্কার বস্ত্র পরে কোন লাল রঙের আসনে হনুমান জীর মূর্তি বা ফটোর সামনে উওর দিকে মুখ করে বসুন। লাল রঙের বস্ত্র না হলে কোন সাদা বা হাল্কা রঙের বস্ত্র পরতে পারেন। তবে কখনও কালো রঙের কাপড় পরে হনুমানজীর মন্ত্র জপ বা পুজো করবেন না। আপনি এবার একটি পুজোর থালায় চাল,ফুল,গুঁড়,লাল গোলাপ,সিঁদুর ও চন্দন একটি থালায় সাজিয়ে নেবেন। এরপর চাঁমেলির তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে হনুমান জীর গায়ে অর্পন করবেন এবং সামনে একটি ঘিঁ এর প্রদীপ জ্বালাবেন। এরপরে আপনি হনুমান জীর কাছে আপনার পুজো গ্রহণ করবার অনুরোধ জানাবেন। এইবার আপনি আপনার মনের বাসনা হনুমান জীর কাছে ব্যক্ত করে আপনি হনুমান মন্ত্র জপ করবেন।