২০২২ সালের মহা শিবরাত্রির তারিখ ও নির্ভূল মুহুর্ত

The Date and Exact Muhurt of the Maha Shivaratri of 2022

shiva ratri date 2022

প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশীর দিন ধুমধাম করে ভারত তথা গোটা বিশ্বে পালিত হয় মহা শিব রাত্রি। এই দিনটি শিব ও শক্তি অর্থাৎ পার্বতীর মিলনের দিন বলে মনে করা হয়। এই দিনই তাদের বিবাহের দিন বলা হয়। এই মহা শিব রাত্রির দিন বিধি মেনে পুজো করলে মহাদেব খুব প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোস্কামনা পূরণ হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক ২০২২ সালের শিবরাত্রির তারিখ।

 

২০২২ সালের মহা শিবরাত্রির তারিখ ও নির্ভূল মুহুর্ত :

মঙ্গলবার, 1 মার্চ, 2022-এ মহা শিবরাত্রি

চতুর্দশী তিথি শুরু হচ্ছে – ০1 মার্চ, 2022- 03:16 AM

চতুর্দশী তিথি শেষ হবে – 02 মার্চ, 2022- 01:00 AM

 
নিশিতা কাল পূজার সময় – 12:08 AM থেকে 12:58 AM, 02 মার্চ

 সময়কাল – 00 ঘন্টা 50 মিনিট

শিবরাত্রি পারণের সময় – 06:45 AM, 02 মার্চ

রাত্রি প্রথম প্রহর পূজার সময় – 06:21 PM থেকে 09:27 PM

রাত্রি দ্বিতীয় প্রহর পূজার সময় – ০৯:২৭ PM থেকে 12:33 AM, ০২ মার্চ

রাত্রি তৃতীয় প্রহর পূজার সময় – 12:33 AM থেকে 03:39 AM, ০২ মার্চ

রাত্রি চতুর্থ প্রহর পূজার সময় – 03:39 AM থেকে 06:45 AM, ০২ মার্চ

আশাকরি মহা শিব রাত্রির দিন আপনারাও ব্রত পালন করবেন।

One thought on “২০২২ সালের মহা শিবরাত্রির তারিখ ও নির্ভূল মুহুর্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *