শাস্ত্রে একাদশীর ব্রত পালন করাকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। পঞ্জিকা অনুসারে শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশতম চন্দ্র দিনে এই একাদশীর ব্রত পালন করা হয়। তবে একাদশী পালনের জন্য জানতে হবে একাদশী কবে পড়েছে? কখন একাদশী লাগছে এবং কখন ছাড়ছে? তাই আজ আপনারা এই লেখায় ১৪৩১ সালের সমস্ত একাদশীর তারিখ এবং পূর্ণাঙ্গ সময় তালিকা জানতে পারবেন।
১৪৩১ সালের সমস্ত একাদশীর তালিকা
মাস | তারিখ | একাদশীর নাম | একাদশী আরম্ভ | একাদশী শেষ |
বৈশাখ | ৬ই বৈশাখ, শুক্রবার | কামদা | ৫ই বৈশাখ, রাত্রি ঘ ৭।৫ | ৬ই বৈশাখ, রাত্রি ঘ ৮।৫৬ |
বৈশাখ | ২১শে বৈশাখ, শনিবার | বরুথিনী | ২০শে বৈশাখ, রাত্রি ঘ ৮।১৮ | ২১শে বৈশাখ, সন্ধ্যা ঘ ৫।৫১ |
জ্যৈষ্ঠ | ৫ই জ্যৈষ্ঠ, রবিবার | মোহিনী | ৪ঠা জ্যৈষ্ঠ, দিবা ঘ ১১।২৩ | ৫ই জ্যৈষ্ঠ, দিবা ঘ ১।২৪ |
জ্যৈষ্ঠ | ১৯শে জ্যৈষ্ঠ, রবিবার | অপরা | ১৮ই জ্যৈষ্ঠ, রাত্রি ঘ ৩।৪১ | ১৯শে জ্যৈষ্ঠ, রাত্রি ঘ ১।১৭ |
আষাঢ় | ২রা আষাঢ়, সোমবার | নির্জ্জলা /পাণ্ডব | ১লা আষাঢ়, রাত্রি ঘ ৩।৫ | ২রা আষাঢ়, শেষরাত্রি ঘ ৪।৪০ |
আষাঢ় | ১৭ই আষাঢ়, মঙ্গলবার | যোগিনী | ১৬ই আষাঢ়, দিবা ঘ ১০।৩৪ | ১৭ই আষাঢ়, দিবা ঘ ৮।৫০ |
শ্রাবণ | ১লা শ্রাবণ, বুধবার | শয়ন | ৩১শে আষাঢ়, অপরাহ্ণ ঘ ৫।২৫ | ১লা শ্রাবণ, সন্ধ্যা ঘ ৬।১২ |
শ্রাবণ | ১৫ই শ্রাবণ, বুধবার | কামিকা | ১৪ই শ্রাবণ, সন্ধ্যা ঘ ৬।৪৭ | ১৫ই শ্রাবণ, অপরাহ্ন ঘ ৫।২২ |
শ্রাবণ | ৩১শে শ্রাবণ, শুক্রবার | পুত্রদা | ৩০শে শ্রাবণ, দিবা ঘ ৬।১৩ | ৩১শে শ্রাবণ, প্রাতঃ ঘ ৬।৫ |
ভাদ্র | ১২ই ভাদ্র, বৃহস্পতিবার | অজা | ১১ই ভাদ্র, শেষরাত্রি ঘ ৪।২০ | ১২ই ভাদ্র, রাত্রি ঘ ৩।৪৬ |
ভাদ্র | ২৮শে ভাদ্র, শনিবার | পদ্মা/পার্শ্বপরিবর্তনী | ২৭শে ভাদ্র, সন্ধ্যা ঘ ৫।৩৯ | ২৮শে ভাদ্র, অপরাহ্ন ঘ ৪।৩৩ |
আশ্বিন | ১১ই আশ্বিন, শনিবার | ইন্দিরা | ১০ই আশ্বিন, অপরাহ্ন ঘ ৪।২৬ | ১১ই আশ্বিন, অপরাহ্ন ঘ ৪।৫৫ |
আশ্বিন | ২৬শে আশ্বিন, রবিবার | পাশাঙ্কুশা | ২৫শে আশ্বিন, শেষরাত্রি ঘ ৪।১৪ | ২৬শে আশ্বিন, রাত্রি ঘ ২।২৬ |
কার্তিক | ১১ই কার্তিক, সোমবার | রমা | ১০ই কার্ত্তিক, দিবা ঘ ৭।৪০ | ১১ই কার্ত্তিক, দিবা ঘ ৯।৮ |
কার্তিক | ২৬শে কার্তিক, মঙ্গলবার | উত্থান | ২৫শে কার্তিক, দিবা ঘ ২।৩২ | ২৬শে কার্ত্তিক, দিবা ঘ ১২।১৮ |
অগ্রহায়ণ | ১০ই অগ্রহায়ণ, মঙ্গলবার | উৎপন্না | ৯ই অগ্রহায়ণ, রাত্রি ঘ ১।৫০ | ১০ই অগ্রহায়ণ, রাত্রি ঘ ৩।৫৬ |
অগ্রহায়ণ | ২৫শে অগ্রহায়ণ, বুধবার | মোক্ষদা | ২৪শে অগ্রহায়ণ, রাত্রি ঘ ১২।৫৮ | ২৫শে অগ্রহায়ণ, রাত্রি ঘ ১০।৩৭ |
পৌষ | ১০ই পৌষ, বৃহস্পতিবার | সফলা | ৯ই পৌষ, রাত্রি ঘ ৯।৪৭ | ১০ই পৌষ, রাত্রি ঘ ১১।৪৯ |
পৌষ | ২৫শে পৌষ, শুক্রবার | পুত্রদা | ২৪শে পৌষ, দিবা ঘ. ১১।৪৬ | ২৫শে পৌষ, দিবা ঘ ৯।৩৮ |
মাঘ | ১১ই মাঘ, শনিবার | ষটতিলা | ১০ই মাঘ, সন্ধ্যা ঘ ৫।১৭ | ১১ই মাঘ, রাত্রি ঘ ৬।৩৫ |
মাঘ | ২৫শে মাঘ, শনিবার | ভৈমী বা জয়া | ২৪শে মাঘ, রাত্রি ঘ ১০।৫৭ | ২৫শে মাঘ, রাত্রি ঘ ৯।২০ |
ফাল্গুন | ১১ই ফাল্গুন, সোমবার | বিজয়া | ১০ই ফাল্গুন, দিবা ঘ ১০।২৯ | ১১ই ফাল্গুন, দিবা ঘ ১০।৪৩ |
ফাল্গুন | ২৫শে ফাল্গুন, সোমবার | আমলকী | ২৪শে ফাল্গুন, দিবা ঘ ১০।৩৯ | ২৫শে ফাল্গুন, দিবা ঘ ৯।৫০ |
চৈত্র | ১১ই চৈত্র, মঙ্গলবার | পাপমোচনী | ১০ই চৈত্র, রাত্রি ঘ ১২।৩৬ | ১১ই চৈত্র, রাত্রি ঘ ১১।৪৭ |
চৈত্র | ২৫শে চৈত্র, মঙ্গলবার | কামদা | ২৪শে চৈত্র, রাত্রি ঘ ১১।১১ | ২৫শে চৈত্র, রাত্রি ঘ ১১।২০ |