Panchamukhi Hanuman Stuti in Bengali / Panchamukhi Hanuman Stuti Lyrics / Panchamukhi Hanuman Stuti Mantra
পঞ্চমুখী হনুমান হল হনুমানজীর প্রধান রুপ গুলির মধ্যে অন্যতম রুপ। আহিরাবণকে হত্যার উদ্দেশ্যে হনুমানজীকে এই রুপ ধারন করতে হয়েছিল। পঞ্চমুখী হনুমানকে আরাধনা করবার Panchamukhi Hanuman Kavach র মত শক্তিশালী মন্ত্র হল Pancha Mukhi Hanuman Stuti।
বাংলায় পঞ্চমুখী হনুমান স্তুতী / পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র
Om namo bhagavathe panchavadanaaya poorva kapi mukhe,
Sakala shatru samhaarnaaya swaaha.
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে,
সকলা শত্রু সমর্ণায়া স্বাহাঃ।
বাংলা অর্থ : ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে। তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন।
Om namo bhagavathe panchavadanaaya dakshina mukhe
Karaala vadanaaya Narasimhaaya sakala bhoota praeta pramadanaaya swaaha.
ওঁ নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে,
করালা বদনায় নরসিমহায়া সাকলা ভূতা প্রেত প্রমাদনায় স্বাহাঃ।
বাংলা অর্থ : নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয়, পাপ, ভূত,প্রেত ও রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে।
Om namo bhagavathe panchavadanaaya paschima mukhe
Garudaaya sakala visha haranaaya swaaha.
ওঁ নমোঃ ভগবতে পঞ্চভাদনায় পঁশ্চিমা মুখে,
গারুদায়া সকলা বিশঃ হারানায় স্বাহাঃ।
বাংলা অর্থ : পশ্চিম মুখী গরুড়ের রূপটি সমস্ত ধরণের অসুস্থতা, নেতিবাচকতা, কালো যাদু, বিষ এবং ভয় দূর করে।
Om namo bhagavathe panchavadanaaya uthara mukhe
Aadivarahaaya sakala sampatkaraaya swaaha.
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে
অধিভরহায়া সকলা সম্পদকারায় স্বাহাঃ।
বাংলা অর্থ : বরাহর উত্তরমুখী রূপ অষ্ট ঈশ্বর্য অর্থাৎ। সম্পদের সবগুলি ভিন্ন রূপ দান করে করে ।
Om namo bhagavathe panchavadanaaya oordhwa mukhe
Hayagrivaaya sakala jana vasheekaranaaya swaaha.
ওঁ নমোঃ ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্ব মুখে
হায়গ্রীবায়া সকলা জন ভাশিকরণায়া স্বাহাঃ।
বাংলা অর্থ : ভগবান হায়গ্রীবের ঊর্ধ্বমুখী রূপটি ভক্তদেরকে মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে।
- পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র উচ্চারণের লাভ
1. শত্রু উপদ্রব প্রশমিত হয়।
2. যে কোন রকম Negative Energy র প্রভাব থেকে রক্ষা করে।
3. শারীরিক অসুস্থতার থেকে রেহাই দেয়।
4. ধন ঈশ্বর্য প্রদান করে এই মন্ত্র।
5. যিনি এই স্তুতিগুলি পাঠ করেন তার সব মনের বাসনা পূর্ণ হয়।
- পাঠ করবার বিধি :
ভোর বেলা ব্রহ্ম লগ্নে ঘুম থেকে উঠে স্নান করে পরিস্কার কাপড়ে কোন পঞ্চমুখী হনুমানজর মূর্তি বা ফটোর সামনে লাল আসনে বসে এই মন্ত্র পাঠ করতে হয়। পাঠের সময় ধূপ এবং প্রদীপ প্রজ্জ্বলিত করবেন। অবশ্যই হনুমানজীকে লাল ফুল এবং সিঁদুর অর্পন করবেন।
পঞ্চমুখী হনুমান স্তুতি হল হনুমানজীর পাঁচটি রূপের প্রত্যেকটির আরাধনার করার জন্য একটি শক্তিশালী মন্ত্র। এই স্তুতি গুলি আমাদের জীবনের যে কোন সমস্যা উপশম করতে এবং মন্দ শক্তিগুলিকে দূরে রাখে। তাই প্রত্যেকে একটি সুন্দর জীবন পেতে এই পঞ্চমুখী হনুমান মন্ত্র পাঠ করা উচিত।