হনুমানজীর জন্ম ভূমি

   Birth Place Of Lord Hanuman

In this article you will get knowledge about actual birth place of Lord Hanuman in bengali

মাতা অঞ্জনী ও পিতা কেশরীর কোলে ভূমিষ্ট হয়েছিলেন পবনপুত্র হনুমানজী। বায়ুর কৃতার্থে শিবের একাদশতম রুদ্র অবতার হনুমানজীর জন্ম হয়েছিলেন বলে বায়ুপুত্র বা পবনপুত্র বলা হয়। হনুমানজীর জন্ম স্থান নিয়ে পন্ডিতদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। আজকে আমরা জেনে নেব বিভিন্ন মত অনুযায়ী হনুমানজীর জন্ম ভূমি গুলি।

যে সমস্ত স্থানে বিভিন্ন শাস্ত্রবিদরা হনুমানজীর জন্ম স্থান বলে বিবেচিত করেন :

  1. ঝাড়খন্ডের গুমলা জেলা।
  2. ডাং জেলা, গুজরাট।
  3. কৈথাল, হরিয়ানা।
  4. হাম্পি শহর, কর্ণাটকের বেলারি জেলা।
  5. মহারাষ্ট্রের নাসিক।


  • ঝাড়খন্ডের গুমলা জেলা :
  • রাজ্য : ঝাড়খন্ড।
  • জেলা : গুমলা।
  • স্থান : অঞ্জনা ধাম।


কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে হনুমানজী ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলা সদর থেকে 21 কিলোমিটার দূরে অঞ্জন গ্রামের একটি গুহায় জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানের পাহাড়ে একটি পাহাড়ে গুহা অবস্থান করছে। এই গুহাটি রামায়নের সময়কালের বলে মনে করা হয়ে থাকে।  মাতা অঞ্জনী এই স্থানেই নিবাস করতেন বলে এই স্থানের নামকরণ করা হয়েছিল অঞ্জনা ধাম।

বিশ্বাস করা হয় যে এখানেই বালী ও সুগ্রীবের পাতাল রাজ্য অবস্থান করত এবং শবরী আশ্রম ছিল। এটাও বিশ্বাস করা হয় যে মাতা অঞ্জনী প্রতিদিন এই স্থানে শিবের উপাসনা করতেন এবং এই কারণেই এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এখানে অঞ্জনা মাতার মন্দির রয়েছে এবং মন্দিরের নীচে একটি প্রাচীন গুহাও রয়েছে শাপ গুহা বলা হয়।

  • ডাং জেলা, গুজরাট :

  • রাজ্য : গুজরাট 
  • জেলা : ডাং
  • স্থান : অঞ্জনা পাহাড়


কিছু বিশেষজ্ঞের মতে হনুমানজীর জন্ম হয়েছিল গুজরাটের নভসারির   ডাং জেলায় অঞ্জনাকুন্ডের অঞ্জনা পাহাড়ে। রামায়ণ যুগে এই অঞ্চল দন্ডকারণ্য অঞ্চল হিসাবে স্বীকৃত ছিল। মনে করা হয় যে হানুমানজি ডাং জেলার অঞ্জানী পর্বতের গুহায় জন্মগ্রহণ করেছিলেন।

অঞ্জনকুন্ড গ্রামটি অঞ্জনি পর্বতের পাদদেশে অবস্থিত।  গ্রামের লোকেরা নিজেকে শাবরী মাতার বংশধর মনে করে।  এই অঞ্চলের  এক অদ্ভুত জিনিস হল এখানকার অধিবাসিগণের নাম রামায়নের বিভিন্ন চরিত্রের নামানুযায়ী রাখা হয়ে থাকে। অঞ্জনি পর্বতটি বিভিন্ন ধরণের বিরল উদ্ভিদ এবং ভেষজ উদ্ভিদে আবদ্ধ।

এখানেই মাথং ঋষির আশ্রম ছিল। মনে করা হয় যে অঞ্জনী মাতা নিজেই অঞ্জনি পর্বতে মাতং ঋষির উপদেশ মেনে দীর্ঘ বারো বছর উপবাস থেকে তপস্যা করেছিলেন এবং এই কঠোর তপস্যা বলে তিনি হনুমানজীকে পেয়েছিলেন।  মাতা অঞ্জনী এই অঞ্জনা গুহায় হনুমানজিকে জন্ম দিয়েছেন বলে মনে করা হয় ।  বাল হনুমান অঞ্জানী গুহা সংলগ্ন অঞ্জানী কুন্ডে স্নান করতেন।  – এই পাহাড়ে দাঁড়িয়েই হনুমানজী সূর্যকে ফল হিসাবে বিবেচনা করে মুখের মধ্যে পুরে ফেলেছিল। এই ভূমিতেই তিনি শনিদেবকে আবদ্ধ করেছিলেন। বলা হয় এই স্থানের মন্দিরে পূজা দিলে শনি দেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায়।

  • কৈথাল, হরিয়ানা :

  • রাজ্য : হরিয়ানা।
  • জেলা : কৈথাল
  • স্থান : কৈথাল।



মূলত পৌরাণিক কাহিনী অনুসারে, মহাভারত যুগে রাজা যুধিষ্ঠির কৈথাল প্রতিষ্ঠা করেছিলেন। পুরান অনুযায়ী হনুমানজীর জন্ম হয়েছিল অধুনা হরিয়ানার কৈথাল নামক স্থানে। এই কৈথালের পূর্বে নাম ছিল কপিস্থল। কপিস্থল কথার অর্থ হল বানরের স্থান। কপি অর্থাৎ বানর এবং স্থল অর্থাৎ জায়গা। এই কপিস্থল কুরু সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। হনুমানজীর পিতা কেশরী ছিলেন কপিরাজ।সেখানে একটি মন্দির নির্মিত হয়েছে যা কৈথালের বাসিন্দাদের মধ্যে “অঞ্জানী টিলা” নামে পরিচিত। অনুমান করা হয় যে মাতা অঞ্জনার কোলে এই স্থানেই হনুমানজীর ভূমিষ্ঠ হয়েছিল। বায়ু পুরাণ অনুযায়ী হনুমানজীর জন্ম এই স্থানেই।

  • হাম্পি শহর, কর্ণাটকের বেলারি জেলা :

  • রাজ্য : কর্নাটক
  • জেলা : বেলারি
  • স্থান : অঞ্জনীয়াদ্রী পাহাড়।

অনেকের মতে হনুমানজীর জন্ম হয়েছিল কর্নাটকের হাম্পি শহরের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত অঞ্জনীয়াদ্রী পাহাড় বা অঞ্জনী পাহাড়ে। পুরানে এই স্থানের নাম ছিল কিশকিন্দা বাল্মীকি রামায়ন এবং রামচরিত মানসে এই স্থানের উল্লেখ রয়েছে। রামায়নে উল্লেখ্য বানর সাম্রাজ্য এখানেই অবস্থিত ছিল বলে অনূমেয়। এই স্থানেই শ্রীরামচন্দ্রের সঙ্গে হনুমানজীর প্রথম সাক্ষাৎ হয়। এই পাহাড়ের 550 ধাপ উপরে হনুমানজীর এক প্রাচীন মন্দির প্রতিষ্ঠিত রয়েছে।


  • মহারাষ্ট্রের নাসিক :

  • রাজ্য : মহারাষ্ট্র।
  • জেলা : নাসিক।
  • স্থান : অঞ্জনেরি পাহাড়ে।
ত্রিম্বকেশ্বর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত নাসিক জেলার সমুদ্র পৃষ্ঠ থেকে 1300 মিটার উচ্চতায় অবস্থিত অঞ্জনেরি পাহাড়ে মাতা অঞ্জনী হনুমানজীর জন্ম দেন বলে মনে করেন অনেক শাস্ত্র বিশারদ। এই অঞ্জনেরি পাহাড় নাসিক – ত্রিম্বকেশ্বর পর্বতমালায় অবস্থিত। মাতা অঞ্জনীর নামানুসারে এই পাহাড়ের নাম অঞ্জনেরি পাহাড়। অঞ্জনেরি পাহাড়ে হনুমানজীর মাতা অঞ্জনীর একটি মন্দির রয়েছে।

হনুমানজীর জন্ম স্থান নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, তাই হনুমানজীর জন্ম স্থান নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে কোন জায়গারই সেরকম কোন তথ্য প্রমান পাওয়া যায়নি। তবে একথাও সত্য যে রামায়নের সময়কাল আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগের । তাই এত বছর আগের সব কিছুর তথ্য প্রমাণ পাওয়াটা প্রায় অসম্ভব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *