Shri Hanuman Aarti – শ্রীহনুমান আরতি

Shri Hanuman Aarti in Bengali / Hanuman Aarti Lyrics


Shri Hanuman Aarti in Bengali, Hanuman aarti lyrics

Hanuman Ji


হনুমানজীর পূজার এক অঙ্গ হল হনুমান আরতি। আসলে পূজা পদ্ধতিতে কোন রুপ ত্রুটি থাকলে তা পূরন করতেই আরতি করা হয়। বলা হয়ে থাকে আরতি যারা করেন বা আরতি যারা দর্শন করেন তাদের হনুমানজীর পরম কৃপা প্রাপ্তি হয়। আরতির প্রদীপ সংখ্যা সব সময় বিজোড় সংখ্যায় হতে হবে। অর্থাৎ প্রদীপ সংখ্যা হবে এক, তিন, পাঁচ বা সাত। আরতি করার সময় প্রথমে প্রদীপ হনুমানজীর চরণে চার বার, নাভির কাছে দুই বার, মুখ মন্ডলে এক বার ও গোটা মূর্তির সামনে সাত বার ঘোরাতে হয়। আরতি করবার সময় আরতি প্রদীপ ‘ঔঁ’ এর দিশাতে ঘোরান, গোল গোল ঘোরাবেন না। অবশ্যই কাঁসর ঘন্টা বাজিয়ে আরতি করবেন। পূজার পর হনুমান আরতি অবশ্যই করা উচিত।


শ্রী হনুমান আরতি 


আরতি কি জিয়ে হনুমান লালা কি,

দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।

যাঁ কে বল সে গিরিবর কাঁপে,

রোগ দোষ যা কে নিকট না ঝাঁকে।।

অঞ্জনী পুত্র মহাবল দায়ী,

সন্তান কে প্রভু সদা সহায়ে।।

দে বীদা রঘুনাথ পাঠহাই,

লঙ্কা  জারি সিয়া সুধি লায়ি।।

লঙ্কা সো কোট সমুদ্র সে খাইয়ে,

জাট পবন সুত বার না লাইয়ে।।

লঙ্কা জারি অসুর সম্ভারে,

সিয়া রামজীকে কাজ সঁভারে।।

লক্ষণ মূচরিত পারহে সকারে,

আন সঞ্জীবনী প্রান উভারে।।

পৈঠি পাতাল তোরি যমকারে,

অহিরাবণকি ভূজা উজারে।।

বাঁয়েন ভূজা অসুর দল মারে,

দাঁয়েন ভূজা সব সন্ত উবারে।।

সুরনার মুনিজন আরতি উতারে,

জয় জয় জঋ হনুমান উচারে।।

কাঞ্চন থার কপূর লো চাই,

আরতি কারাত অঞ্জনি মাই।।

জো হনুমানজীকি আরতি গাঁভে,

বাঁশি বৈকুনঠ অমর পদ পাবে।।

লঙ্কা বিদবানচে কিয়ে রঘুরাই,

তুলসীদাস স্বামী আরতি গাই।।

আরতি কি জিয়ে হনুমান লালা কি,

দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।


Hanuman Aaarti Song:


আরও পড়ুন :


Shri Bajrang Baan in Bengali with pdf.

Shri Hanumat Stavan in Bengali with meaning – অর্থসহ শ্রীহনুমৎ স্তব।

আগামী দশ বছর হনুমান জয়ন্তীর তারিখ ও সময় [ 2020 -2030 ]।

কেন শনির Sade Sati কাটাতে হনুমান Chalisa পাঠ করতে বলা হয় – Story of Hanuman and Shani।

বাংলা ভাবানুবাদে হনুমান চালিসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *