March 24, 2024

ভগবান শিবের 108 Naam Mantra in Bengali

ভগবান শিবের অষ্টোওর শতনাম মন্ত্র // 108 Naam Mantra of Lord Shiva


Aastottar Satanama Mantra of Shiva




ভগবান শিবকে প্রসন্ন করবার অনেক মন্ত্র রয়েছে। তার মধ্যে অন‍্যতম মন্ত্র হল ভগবান শিবের অষ্টোওর শতনাম মন্ত্র বা 108 Naam Mantra of Lord Shiva। এই মন্ত্রের নিয়মিত পাঠ আপনার জীবন থেকে অনেক বাধা দূর করে নিয়ে আসে সাফল‍্য। ভোলেনাথের কৃপা বর্ষিত হয় এই মন্ত্র পাঠে। আজ আমরা এই আলোচনায় যে বিষয়ে আলোচনা করব :

1. কিভাবে এই শিবের অষ্টোওর শতনাম মন্ত্র পাঠ করবেন।
2. এই শিবের 108 মন্ত্র পাঠের উপকারিতা।
3. অষ্টোওর শতনাম মন্ত্র বা 108 Naam Mantra of Lord Shiva।


কিভাবে এই শিবের অষ্টোওর শতনাম মন্ত্র পাঠ করবেন : 


স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরিধান করে কোন শিব লিঙ্গের সামনে পদ্মাসনে ধ‍্যান মুদ্রায় বসে এই মন্ত্র পাঠ বা শ্রবন করতে হয়। অবশ্যই এই মন্ত্র পাঠ সময় নিয়ে করবেন। এই মন্ত্র পাঠে তাড়াতাড়ি করবেন না।

এই শিবের 108 মন্ত্র পাঠের উপকারিতা: 


১. এই মন্ত্র পাঠে আপনার মন ও মস্তিষ্ক থেকে সমস্ত প্রকার নেতিবাচক চিন্তা দূর হয়।
২. আপনার জীবনে এবং আপনার মধ্যে সর্বদা Positive শক্তি বজিয়ে থাকবে।
৩. আপনার জীবনের সকল বাধা দূর হয়।
৪. আপনার জীবনে আসে খুব সহজেই সফলতা।
৫. কোন প্রকার ভূত প্রেত ইত্যাদির ভয় দূর করে।

অষ্টোওর শতনাম মন্ত্র বা 108 Naam Mantra of Lord Shiva


ওঁ শিবায় নমঃ ।
ওঁ মহেশ্বরায় নমঃ । 
ওঁ শম্ভবে নমঃ । 
ওঁ পিনাকিনে নমঃ । 
ওঁ শশিশেখরায় নমঃ । 
ওঁ বামদেবায় নমঃ । 
ওঁ বিরূপাক্ষায় নমঃ । 
ওঁ কপর্দিনে নমঃ । 
ওঁ নীললোহিতায় নমঃ । 
ওঁ শঙ্করায় নমঃ । 10

ওঁ শূলপাণিনে নমঃ । 
ওঁ খট্বাঙ্গিনে নমঃ । 
ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ । 
ওঁ শিপিবিষ্টায় নমঃ । 
ওঁ অম্বিকানাথায় নমঃ । 
ওঁ শ্রীকণ্ঠায় নমঃ । 
ওঁ ভক্তবত্সলায় নমঃ । 
ওঁ ভবায় নমঃ । 
ওঁ শর্বায় নমঃ । 
ওঁ ত্রিলোকেশায় নমঃ । 20

ওঁ শিতিকণ্ঠায় নমঃ । 
ওঁ শিবাপ্রিয়ায় নমঃ । 
ওঁ উগ্রায় নমঃ । 
ওঁ কপালিনে নমঃ । 
ওঁ কামারয়ে নমঃ । 
ওঁ অন্ধকাসুরসূদনায় নমঃ । 
ওঁ গঙ্গাধরায় নমঃ । 
ওঁ ললাটাক্ষায় নমঃ । 
ওঁ কলিকালায় নমঃ । 
ওঁ কৃপানিধয়ে নমঃ । 30

ওঁ ভীমায় নমঃ । 
ওঁ পরশুহস্তায় নমঃ । 
ওঁ মৃগপাণয়ে নমঃ । 
ওঁ জটাধরায় নমঃ । 
ওঁ কৈলাসবাসিনে নমঃ । 
ওঁ কবচিনে নমঃ । 
ওঁ কঠোরায় নমঃ । 
ওঁ ত্রিপুরান্তকায় নমঃ । 
ওঁ বৃষাঙ্গায় নমঃ । 
ওঁ বৃষভারূঢায় নমঃ । 40

ওঁ ভস্মোদ্ধূলিতবিগ্রহায় নমঃ । 
ওঁ সামপ্রিয়ায় নমঃ । 
ওঁ স্বরময়ায় নমঃ । 
ওঁ ত্রয়ীমূর্তয়ে নমঃ । 
ওঁ অনীশ্বরায় নমঃ । 
ওঁ সর্বজ্ঞায় নমঃ । 
ওঁ পরমাত্মনে নমঃ । 
ওঁ সোমসূর্যাগ্নিলোচনায় নমঃ । 
ওঁ হবিষে নমঃ । 
ওঁ য়জ্ঞময়ায় নমঃ । 50

ওঁ সোমায় নমঃ । 
ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ । 
ওঁ সদাশিবায় নমঃ । 
ওঁ বিশ্বেশ্বরায় নমঃ । 
ওঁ বীরভদ্রায় নমঃ । 
ওঁ গণনাথায় নমঃ । 
ওঁ প্রজাপতয়ে নমঃ । 
ওঁ হিরণ্যরেতসে নমঃ । 
ওঁ দুর্ধর্ষায় নমঃ । 
ওঁ গিরিশায় নমঃ । 60

ওঁ অনঘায় নমঃ । 
ওঁ ভুজঙ্গভূষণায় নমঃ। 
ওঁ ভর্গায় নমঃ । 
ওঁ গিরিধন্বনে নমঃ । 
ওঁ গিরিপ্রিয়ায় নমঃ । 
ওঁ কৃত্তিবাসসে নমঃ । 
ওঁ পুরারাতয়ে নমঃ । 
ওঁ ভগবতে নমঃ । 
ওঁ প্রমথাধিপায় নমঃ । 
ওঁ মৃত্যুঞ্জয়ায় নমঃ । 70

ওঁ সূক্ষ্মতনবে নমঃ । 
ওঁ জগদ্ব্যাপিনে নমঃ । 
ওঁ জগদ্গুরুবে নমঃ । 
ওঁ ব্যোমকেশায় নমঃ । 
ওঁ মহাসেনজনকায় নমঃ । 
ওঁ চারুবিক্রমায় নমঃ । 
ওঁ রুদ্রায় নমঃ । 
ওঁ ভূতপতয়ে নমঃ । 
ওঁ স্থাণবে নমঃ । 
ওঁ অহির্বুধ্ন্যায় নমঃ । 80

ওঁ দিগম্বরায় নমঃ । 
ওঁ অষ্টমূর্তয়ে নমঃ । 
ওঁ অনেকাত্মনে নমঃ । 
ওঁ সাত্ত্বিকায় নমঃ । 
ওঁ শুদ্ধবিগ্রহায় নমঃ । 
ওঁ শাশ্বতায় নমঃ । 
ওঁ খণ্ডপরশবে নমঃ । 
ওঁ রজসে নমঃ । 
ওঁ পাশবিমোচনায় নমঃ । 
ওঁ মৃডায় নমঃ । 90

ওঁ পশুপতয়ে নমঃ । 
ওঁ দেবায় নমঃ । 
ওঁ মহাদেবায় নমঃ । 
ওঁ অব্যয়ায় নমঃ । 
ওঁ হরয়ে নমঃ । 
ওঁ ভগনেত্রভিদে নমঃ । 
ওঁ অব্যক্তায় নমঃ । 
ওঁ দক্ষাধ্বরহরায় নমঃ । 
ওঁ হরায় নমঃ । 
ওঁ পূষাদন্তভিদে নমঃ । 100

ওঁ অব্যগ্রায় নমঃ । 
ওঁ সহস্রাক্ষায় নমঃ । 
ওঁ সহস্রপদে নমঃ । 
ওঁ অপবর্গপ্রদায় নমঃ । 
ওঁ অনন্তায় নমঃ । 
ওঁ তারকায় নমঃ । 
ওঁ পরমেশ্বরায় নমঃ । 
ওঁ ত্রিলোচনায় নমঃ । 108

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *